Breaking

Wednesday, 8 June 2022

শীতকাল অনুচ্ছেদ রচনা বাংলা

আজকে আপনাদের জন্য আরেকটি নতুন শীতকাল অনুচ্ছেদ রচনা নিয়ে হাজির হলাম। এই অনুচ্ছেদটি সকল শ্রেনীর ছাত্রছাত্রী ব্যবহার করতে পারবে। এছাড়াও নিচে শীতকাল সম্পর্কে ১০ টি বাক্য দেওয়া হল। 

শীতকাল অনুচ্ছেদ রচনা
শীতকাল অনুচ্ছেদ রচনা 


শীতকাল অনুচ্ছেদ রচনা 


ষড় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। ছয়টি ঋতুর মধ্যে শীতকাল অন্যতম। বাংলা মাসের ৯ম ও ১০ম মাস পৌষ ও মাঘ এই দুই মাস মিলিয়ে শীতকাল। এর নাম থেকেই বোঝা যায় এই ঋতুতে শীতের অবস্থান থাকে। বাড়িতে বাড়িতে ধুম পড়ে পিঠে খাওয়ার।শীতকালে গ্রাম অঞ্চলে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। এছাড়াও অর্থনৈতিকভাবেও শীতের গুরুত্ব কম নয়। এই সময় গার্মেন্টস ফ্যাক্টরিগুলো নতুন নতুন পোশাক তৈরী করে। কৃষকের বীজতলা, পিঠা বিক্রি করে মানুষের কিছু আয় রোজগারের ব্যবস্থা হয়। কৃষকেরা নতুন বীজতলা তৈরী করে আমন ধান ঘরে তোলার জন্য। অতিথি পাখির আগমন ঘটে এই ঋতুতে। এই ঋতুতে চারিদিকে সবকিছু শুষ্ক হয়ে যায়। শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে পড়া শুরু হয়। সকালবেলা কুয়াশার চাদরে ঢেকে যায় সবকিছু। নানারকম ফুল ফোটে এই ঋতুর শুরুতে। আসলে শীতকাল সত্যিই একটি উপভোগের মাস। কিন্তু শীতের একটি ভয়ংকর দিকও আছে। যারা গরীব, গরম কাপড় কিনতে পারেনা তাদের জন্য শীত মানেই আতংক। কারণ গরম কাপড়ের অভাবে তারা অনেক কষ্টে জীবন যাপন করে। সকালবেলা খড় কুটোয় আগুন দিয়ে শরীর গরম করার চেষ্টা করে। অনেকে প্রচন্ড ঠান্ডা সইতে না পেরে নানা রকম রোগে আক্রান্ত হয়। এমনকি অনেকে মারাও যায়। তবে ক্ষতিকর দিকের থেকে শীতের গুরুত্বই অনেক বেশি। তাই ক্ষতিকর দিকগুলো কাটিয়ে উঠতে পারলে শীত আমাদের কাছে উপভোগ্য হয়ে উঠবে। 


শীতকাল সম্পর্কে ১০ টি বাক্য 
১. পৌষ ও মাঘ এই দসই মাস মিলিয়ে শীতকাল
২.ষড় ঋতুর মধ্যে অন্যতম হলো এই শীতকাল
৩. শীতকালে সকালবেলা কুয়াশার চাদরে ঢেকে দেয় পকৃতি
৪. শীতকালে চারিদিকে ধুম পড়ে পিঠে খাওয়ার। 
৫.শীতকালে প্রকৃতি হয়ে উঠে শুষ্ক। 
৬. শীতকালে গাছ থেকে পাতা ঝরা শুরু হয়।
৭. শীতকালে চারিদিকে ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে থাকে।
৮. শীতকালে আগমন ঘটে অতিথি পাখির।
৯.শীতের সকালে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা।
১০. শীতকালে আমন ধানের বীজতলা তৈরী করে কৃষকেরা। 

No comments:

Post a Comment

LIKE OUR FACEBOOK PAGE