আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ ক্লাস ৯ | আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ hsc
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ ক্লাস ৯ |আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ hsc |
আজকে আপনাদের জন্য আমরা অনুচ্ছেদ রচনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে হাজির হয়েছি। আমরা দুইটি অনুচ্ছেদ লিখেছি আপনাদের জন্য। একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ ক্লাস ৯,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ hsc,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ class 10 আরেকটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ ছোট,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ class 7, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ class 5 এর জন্য। আপনারা আওনাদের পছন্দের টা সংগ্রহ করে নিতে পারেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ
একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বাঙ্গালিদের কাছে এই দিনটি একটি ঐতিহ্য ও গৌরবময় দিন। এই দিন বাংলাদেশিদের সকল সংগ্রামের অনুপ্রারণার একটি দিন। যখন জিন্নাহ বাংলাকে বাদ দিয়ে উর্দুকে মাতৃভাষা করার ঘোষণা দেয় তখন ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে। তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। এই আন্দোলন দমানোর জন্য তৎকালীন পাক প্রশাসন ১৪৪ ধারা জারি করে। কিন্তু ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল চালিয়ে গেলে পুলিশ মিছিলে গুলি চালায়। পুলিশের গুলিতে প্রাণ যায় রফিক, সালাম, জব্বারসহ অনেকের। তাদের রক্তের বিনিময়ে ১৯৫৬ সালে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়। এই জন্য গাওয়া হয়,
"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলতে পারি "
এই দিনটিকে সেইসকল ভাষা শহিদের স্মরণে শহিদ দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশে। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৯৯ সালের ১৭ ই নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়। যার পর থেকে শুধু বাঙ্গালিই নয় সকল দেশের সকল ভাষার মানুষ এই দিনটিকে গভীর শ্রদ্ধার সাথে পালন করে থাকে। যার ফলস্বরূপ বিশ্বব্যাপী আমাদের ভাষা আন্দোলনের স্বীকৃতী মেলে পাশাপাশি বিশ্বের সকল ভাষার প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে এই দিনটি অনুপ্রাণিত করে। তাই এই দিনটি বাঙ্গালিদের জন্য গৌরবের একটি দিন।
আপনাদের জন্য আরেকটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ সংগ্রহ করে দেওয়া হলো।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ
"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলতে পারি "
এই গানটি গাওয়ার মাধ্যমে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আমরা সকল ভাষাশহিদদের অত্যান্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। এইদিনটীকে আমরা শহিদ দিবস হিসেবে পালন করলেও ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো কতৃক আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে সারা বিশ্বের সকল মানুষ তাদের মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটিকে পালন করে থাকে। যা আমাদের জন্য অত্যান্ত গৌরবের। ১৯৫২ সালে রফিক , সালাম, বরকত, জব্বারসহ আরো অনেকের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের ভাষাকে তৎকালীন পাকিস্তানের মাতৃভাষা হিসেবে পেয়েছিলাম। যা পরবর্তীতে ১৯৫৬ সালে সংবিধানে উল্লেখ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করার পর আমাদের ১৯৫২ সালের এই ভাষা আন্দোলন বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। যা আমাদের জন্য একটি বড় অর্জন। শুধু তাই নয় এই দিনটি পালন করার মাধ্যমে আমাদের মধ্যে সকল ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। আমরা সম্মান করতে শিখি সকল ভাষাকে। তাই জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব অনেক।
অনুচ্ছেদঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অনুচ্ছেদঃ কোভিড-১৯ (করোনা ভাইরাস)
keyword: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ ক্লাস ৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ hsc
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ class 10
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ ছোট
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ class 7
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ class 5
No comments:
Post a Comment