Breaking

Thursday, 9 June 2022

শীতের সকাল অনুচ্ছেদ রচনা | siter sokal onucched | শীতের সকাল সম্পর্কে ১০ টি বাক্য


আজকে আপনাদের শীতের সকাল অনুচ্ছেদ নিয়ে হাজির হয়েছি। এখানে প্রথমে বড়দের জন্য শীতের সকাল অনুচ্ছেদ রচনা। তারপর ছোটদের জন্য শীতের সকাল অনুচ্ছেদ রচনা। তারপর শীতের সকাল সম্পর্কে ১০ টি বাক্য সংগ্রহ করা হয়েছে।siter sokal onucched 

শীতের সকাল অনুচ্ছেদ রচনা | siter sokal onucched | শীতের সকাল সম্পর্কে ১০ টি বাক্য
শীতের সকাল অনুচ্ছেদ রচনা | siter sokal onucched | শীতের সকাল সম্পর্কে ১০ টি বাক্য



শীতের সকাল অনুচ্ছেদ রচনা 

শীতের সকাল মানেই আর দশটা সকালবেলা থেকে সম্পূর্ণ আলাদা। চারিদিকে ঘন কুয়াশার আবরণে ঢাকা ধুলিকণা ও কাদামুক্ত সকাল শুধুমাত্র শীতের সকালেই দেখতে পাওয়া যায়। শীতের সকালে সূর্যিমামা ঢেকে যায় কুয়াশার আড়ালে। ঘাসের কণায় কণায় জমে থাকে শিশির বিন্দু, যা সূর্যের আলোয় মুক্তার মতো ঝলমল করে উঠে। শীতের সকালে গ্রাম অঞ্চলে পাওয়া টাটকা খেজুরের রস যা খেতে সত্যিই অমৃত সমতুল্য। এছাড়াও শীতের সকালে ধুম পড়ে যায় পিঠে খাওয়ার। শীতের সকাল মানেই ফুল ফোটার মৌসুম। প্রকৃতিকে যেন সাজিয়ে তোলে নবরূপে। চারিদিকে ছড়িয়ে দেয় সুবাস। তবে  প্রকৃতির এই নৈসর্গিক রূপ, নতুন খাবার সব কিছুকে ছাড়িয়ে শীতের সকালে যেন কাথা আর কম্বলের নিচে কাটাতেই বেশি ভালো লাগে। শীতের সকালে যখন আস্তে আস্তে সূর্যিমামা উঁকি দেওয়া শুরু করে তখন সবাই বের হওয়া শুরু করে আর রোদে এসে বসে। অনেকে খড়কুটোয় আগুন জ্বালিয়ে হাত শরীর গরম করার চেষ্টা করে। তবে যারা গরম কাপড় কিনতে পারেনা তাদের জন্য শীতের মানেই এক আতংকের নাম। তারা সবসময় অপেক্ষায় থাকে কখন সকাল হবে আর এক  টুকরো রোদ বের হবে যা ঠান্ডার কবল থেকে তাদের কিছুটা হলেও রক্ষা করবে। এইসব মানুষদের জন্য মোটেও শিতের সকাল সুখকর নয়। শুধু তাই শীতের সকালে অনেকে ঠান্ডা সহ্য করতে না পেরে আক্রান্ত হয় নানা রকম অসুখে, এমনকি অনেকে মারা পর্যন্ত যায়। এইসব অসহায় মানুষদের জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করতে পারলে শীতের সকাল সকলের জন্যই এক রোমাঞ্চকর সকাল হতে পারে। 



আপনাদের জন্য আরো একটি শীতের সকাল অনুচ্ছেদের সংগ্রহ নিয়ে এসেছি।


শীতের সকাল অনুচ্ছেদ রচনা

শীতের সকাল মানেই আর দশটা সাধারণ সকাল থেকে সম্পূর্ণ আলাদা একটা সকালের অনুভুতি। চারিদিকে কুয়াশায় ঢাকা, ঠান্ডা পরিবেশ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। শীতের সকালে সবার ওপরে যেন অলসতা ভর করে বসে।  শীতের সকালে আমরা কাথা কম্বলের নিচেয় সময় কাটাতে বেশি ভালোবাসি। এসময় তৈরী করা নানারকম পিঠে। যেমনঃ ভাপা পিঠে, দুধপুলি, পাটিসাপটা ইত্যাদি। নতুন নতুন ফুলে ভরে উঠে প্রকৃতি। চারিদিকে ছড়িয়ে দেয় এক মন মাতানো সুবাস। শীতের সকাল আগমন ঘটে অতিথি পাখির। এসময় আবহাওয়া হয়ে উঠে রুক্ষ। কৃষকেরা নতুন ফসলের স্বপ্নে মাতোয়ারা হয়ে তৈরী করে আমন ধানের নতুন বীজতলা। গাছি সংগ্রহ  করে খেজুরের রস। যা খেতে সত্যিই অমৃত সমান। কিছুটা বেলা হলে সূর্যমামা উঁকি দেয়। সূর্যমামার রোদে প্রকৃতিতে কিছুটা তাপের সঞ্চার হয়। অনেক অসহায় মানুষ সারারাত এই সামান্য উত্তাপের আশায় বসে থাকে। এইসব অসহায় মানুষদের জন্য শীত মানেই মহা আতংক। তাই আমাদের উচিত শীতকে আরো উপোভোগ্য করে তোলার জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করা এইসব মানুষের গরম কাপড়ের যোগান দেওয়ার। তবেই শীতের সকাল হবে আরো আনন্দময়।  


শীতের সকাল সম্পর্কে ১০ টি বাক্য 


১. শীতের সকালে চারিদিকে খুব ঠান্ডা পরে।

২. চারিদিকে কুয়াশায় ঢেকে যায়।

৩. ঘাসের কণায় জমে থাকে শিশির বিন্দু।

৪. এসময় খেজুরের রস পাওয়া যায়।

৫. নানারকম পিঠে তৈরী করা হয় শীতের সকালে।

৬. অতিথি পাখিরা ঘুরতে আসে আমাদের দেশে।

৭. চারিদিকে নতুন নতুন ফুল ফুটতে দেখা যায়।

৮. তবে  বৃদ্ধ ও গরীব মানুষদের জন্য শীতের সকাল খুব কষ্টদায়ক।

৯. শীতের সময় প্রকৃতি হয়ে উঠে রুক্ষ।

১০.শীতকালে গাছের পাতা ঝরে যায়। 


আরোও পড়ুন...



অনুচ্ছেদঃ শীতকাল


অনুচ্ছেদঃ পহেলা বৈশাখ  

অনুচ্ছেদঃ ইন্টারনেট 

অনুচ্ছেদঃ শিশুশ্রম

অনুচ্ছেদঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অনুচ্ছেদঃ বিজয় দিবস

অনুচ্ছেদঃ ডিজিটাল বাংলাদেশ

অনুচ্ছেদঃ সত্যবাদিতা 

অনুচ্ছেদঃ শীতের সকাল 

অনুচ্ছেদঃ কোভিড-১৯ (করোনা ভাইরাস)


কিওয়ার্ডঃ

শীতের সকাল অনুচ্ছেদ for class 7
শীতের সকাল অনুচ্ছেদ for class 6
শীতের সকাল অনুচ্ছেদ for class 5
শীতের সকাল অনুচ্ছেদ for class 4
শীতের সকাল অনুচ্ছেদ
শীতের সকাল অনুচ্ছেদ রচনা
siter sokal onucched
শীতের সকাল সম্পর্কে ১০ টি বাক্য
শীতের সকাল অনুচ্ছেদ for class 3
শীতের সকাল অনুচ্ছেদ for class 8
শীতের সকাল অনুচ্ছেদ for class 9
শীতের সকাল অনুচ্ছেদ for class 10
শীতের সকাল অনুচ্ছেদ for jsc
শীতের সকাল অনুচ্ছেদ for ssc
শীতের সকাল অনুচ্ছেদ for hsc


No comments:

Post a Comment

LIKE OUR FACEBOOK PAGE