Breaking

Wednesday, 8 June 2022

অনুচ্ছেদ সত্যবাদিতা class 10| অনুচ্ছেদ সত্যবাদিতা ছোট

আজকে আপনাদের জন্য সত্যবাদিতা অনুচ্ছেদ রচনা নিয়ে এসেছি। প্রথমে অনুচ্ছেদ সত্যবাদিতা class 10 ও পরে অনুচ্ছেদ সত্যবাদিতা ছোট দেওয়া হলো। আশা করি আপনাদের জন্য উপযোগী। যদি আপনাদের জন্য উপযোগী হয় তাহলে জানাবেন আর যদি না হয় তাহলে আমাদের অবশ্যই জানাবেন যাতে ভুল্গুলো আমরা শুধরে নিতে পারি।অনুচ্ছেদ সত্যবাদিতা class 10| অনুচ্ছেদ সত্যবাদিতা ছোট
 
অনুচ্ছেদ সত্যবাদিতা class 10| অনুচ্ছেদ সত্যবাদিতা ছোট
অনুচ্ছেদ সত্যবাদিতা class 10| অনুচ্ছেদ সত্যবাদিতা ছোট


অনুচ্ছেদ সত্যবাদিতা


সত্যিকারের মানুষ হওয়ার জন্য একজন মানুষের মধ্যে যেইসব মানবিক গুণ থাকা জরুরি সত্যবাদিতা তাদের মধ্যে অন্যতম। সম্পূর্ণরূপে মিথ্যাকে পরিহার করে মনেপ্রাণে সত্যকে ধারণ করার নামই সত্যবাদিতা। একজন সত্যবাদী মানুষের কাছে যেকোনো কিছুর মূল্যে সত্যকে সবসময় প্রাধান্য দেয়। তার কাছে সব কিছুর আগে সত্য। তিনি কখনো সত্যকে গোপন করেন না। যার মধ্যে সত্যবাদিতা গুণ রয়েছে সে সত্যবাদিতার পাশাপাশি সততা, উদারতা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা, সহনশীলতাসহ সকল প্রকার ভালো গুণাবলিগুলোর চর্চা করেন। সমাজের সকল মানুষ যেখানে অর্থ আর নিজের স্বার্থের পিছে ছুটে বেড়াচ্ছে সেখানে সত্যবাদি লোক সবসময় সত্য প্রতিষ্ঠার চেষ্টায় থাকেন। তার মধ্যে কোনো লোভ থাকেনা। এই সত্যবাদিতা অভ্যাস গড়ে তোলার জন্য প্রয়োজন হয় দীর্ঘ সাধনার। পরিবারের মধ্যে সত্যবাদিতার চর্চা থাকলে একটা শিশু আপনা আপনি সত্যবাদী হয়ে গড়ে উঠে। আর ছোট থেকে সত্যবাদীতার চর্চা করলে পরবর্তীতে সত্যবাদী লোক কখনো সত্য বলতে ভয় পাননা বা কোনো কিছুর বিনিময়ে মিথ্যার কাছে নত হয়না। সত্যবাদী মানুষকে সমাজের সকলে সম্মান করে। সকলে বিশ্বাস করে। একজন মিথ্যাবাদী মানুষকে সমাজের কেউ গুরুত্ব দেয়না, কেউ ভালো চোখে দেখেনা। হয়তো তার ক্ষমতার কারণে মুখের ওপর কেউ কিছু বলতে পারেনা কিন্তু বাস্তবিক অর্থে তাকে কেউ গুরুত্ব দেয়না। অপরদিকে সত্যবাদী লোক সমাজের সর্বজন কতৃক সম্মানিত হয়ে থাকেন। এমনকি যেকোনো বিপদে আপদে অন্যের সাহায্য পেয়ে থাকেন। এক কথায় যদি বলা হয় তাহলে যার মধ্যে সত্যবাদীতার গুণ নেয় সে কখনো মানবিক হতে পারেনা। তাই আমাদের সকলের উচিত ছোট বেলা থেকে সত্যবাদিতার চর্চা করা। তাহলেই আমরা একটি সুন্দর জীবন ও আদর্শ সমাজ গড়ে তুলতে পারবো। 


আরেকটি অনুচ্ছেদ সত্যবাদিতা সংগ্রহ করে দেওয়া হল। 


অনুচ্ছেদ সত্যবাদিতা ছোট

সত্যিকারের মানুষ হওয়ার জন্য একজন মানুষের মধ্যে যেইসব মানবিক গুণ থাকা জরুরি সত্যবাদিতা তাদের মধ্যে অন্যতম। সম্পূর্ণরূপে মিথ্যাকে পরিহার করে মনেপ্রাণে সত্যকে ধারণ করার নামই সত্যবাদিতা। একজন সত্যবাদী মানুষের কাছে যেকোনো কিছুর মূল্যে সত্যকে সবসময় প্রাধান্য দেয়। তিনি কখনো সত্যকে গোপন করেন না। যার মধ্যে সত্যবাদিতা গুণ রয়েছে সে সত্যবাদিতার পাশাপাশি সততা, উদারতা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা, সহনশীলতাসহ সকল প্রকার ভালো গুণাবলিগুলোর চর্চা করেন। তার মধ্যে কোনো লোভ থাকেনা। এই সত্যবাদিতা অভ্যাস গড়ে তোলার জন্য প্রয়োজন হয় দীর্ঘ সাধনার। পরিবারের মধ্যে সত্যবাদিতার চর্চা থাকলে একটা শিশু আপনা আপনি সত্যবাদী হয়ে গড়ে উঠে। আর ছোট থেকে সত্যবাদীতার চর্চা করলে পরবর্তীতে সত্যবাদী লোক কখনো সত্য বলতে ভয় পাননা বা কোনো কিছুর বিনিময়ে মিথ্যার কাছে নত হয়না। সত্যবাদী মানুষকে সমাজের সকলে সম্মান করে। সকলে বিশ্বাস করে। একজন মিথ্যাবাদী মানুষকে সমাজের কেউ গুরুত্ব দেয়না, কেউ ভালো চোখে দেখেনা। অপরদিকে সত্যবাদি লোক যেকোনো বিপদে আপদে অন্যের সাহায্য পেয়ে থাকেন। এক কথায় যদি বলা হয় তাহলে যার মধ্যে সত্যবাদীতার গুণ নেয় সে কখনো মানবিক হতে পারেনা। তাই আমাদের সকলের উচিত ছোট বেলা থেকে সত্যবাদিতার চর্চা করা। তাহলেই আমরা একটি সুন্দর জীবন ও আদর্শ সমাজ গড়ে তুলতে পারবো। 


আরোও পড়ুন...


অনুচ্ছেদঃ পহেলা বৈশাখ  

অনুচ্ছেদঃ ইন্টারনেট 

অনুচ্ছেদঃ শিশুশ্রম

অনুচ্ছেদঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অনুচ্ছেদঃ বিজয় দিবস

অনুচ্ছেদঃ ডিজিটাল বাংলাদেশ

অনুচ্ছেদঃ শীতকাল

অনুচ্ছেদঃ সত্যবাদিতা 

অনুচ্ছেদঃ শীতের সকাল

অনুচ্ছেদঃ কোভিড-১৯ (করোনা ভাইরাস)

No comments:

Post a Comment

LIKE OUR FACEBOOK PAGE