বাংলাদেশে শিশুশ্রম অনুচ্ছেদ রচনা | shishu srom onucched
বাংলাদেশে শিশুশ্রম অনুচ্ছেদ রচনা |
অনুচ্ছেদঃ বাংলাদেশে শিশুশ্রম
আজকের শিশুই আগামীদিনের ভবিষ্যৎ আমরা এই প্রবাদে বিশ্বাসি হলেও সকল শিশুদের প্রতি গুরুত্ব দিতে আমরা মোটেই বিশ্বাসি নয়। আমরা জানি যে আজকের শিশুরা সুরক্ষিত থাকলে তবেই আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। কিন্তু অর্থনৈতিক অভাব অনটন বা মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণে অনেক কোমল শিশুদের বাধ্য হয়ে নানা রকম কাজ কর্মের সাথে যুক্ত হতে হচ্ছে। যেই সময় কোমলমতি শিশুদের লেখাপড়া, খেলাধুলা আর হাসিখুশিতে মেতে থাকার কথা সেই সময় তারা অর্থ আয়ের জন্য ছুটছে। যার ফলে তাদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ছোট ছোট শিশুদের দিয়ে কলকারখানা থেকে শুরু করে গার্মেন্টস শিল্প, পাথর ভাংগা,ভিক্ষাবৃত্তি, ইট ভাংগা, কুলির কাজ সহ আরো নানা ধরনের কাজ করানো হচ্ছে যেগুলো কাজ অনেকসময় প্রাপ্তবয়স্ক মানুষের কাছেও দুর্বোধ্য। যার ফলে তারা শিকার হচ্ছে নানারকম অসুখের আর অনেকেই অচিরেই হারাচ্ছেন তাদের জীবন।এই বয়সে এইসকল কাজ করার জন্য তাদের মানসিক বা শারীরিক বিকাশ কোনোটাই সঠিকভাবে হচ্ছেনা।অভাব অনটনে নিষ্পেষিত হয়ে যখন এইসব কোমল শিশুরা কাজ খুজতে যায় তখন অনেকেই তাদের কজ দেয়না। আর যার পুরো ফায়দা লুটে নেয় কিছু অসাধু মানুষ। তারা এইসব কোমল শিশুদের দিয়ে ওভার টাইম কাজ করায়। এমনকি তাদের সঠিক পরিমাণ টাকাও দেয় না। অজুহাত হিসেবে দেখায় তারা প্রাপ্তবয়স্ক লোকের সমান কাজ করতে পারনা। এরা এত অল্প বয়সে এত কাজ করে কিন্তু তারা পুষ্টিকর খাবার ও ভালোবাসা থেকে বঞ্চিত হয়। ফলে এদের শারীরিক বা মান্সিক বিকাশ সম্পূর্ণ
হয়না। যার ফলশ্রুতিতে টাকা পয়সার লোভে পড়ে অনেক সময় ঝুঁকে যায় অনৈতিক কাজের দিকে। আবার
অনেকে পুষ্টিহীনতার কারণে নানারকম জটিল রোগে আক্রান্ত হয়। যদিও
বাংলাদেশে ১৮ বছর বয়সের নিচের কোনো ব্যক্তিকে দিয়ে কোনো ধরনের শারীরিক ও মানসিক শ্রমে
নিয়োগ করা আইনত নিষিদ্ধ কিন্তু তারপরেও আমাদের দেশে শিশু শ্রমের ব্যাপক্তা লক্ষ্য
করা যায়। দেশের ভবিষ্যৎ কে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের এখন থেকেই পদক্ষেপ
গ্রহণ করতে হবে। যেকোনো মূল্যে শিশুশ্রমকে শূণ্যের কোঠায় নিয়ে আসতে হবে। আর এরজন্য
সবচেয়ে কার্যকরি পদক্ষেপ সরকার গ্রহণ করতে পারে।
অনুচ্ছেদঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অনুচ্ছেদঃ কোভিড-১৯ (করোনা ভাইরাস)
কিওয়ার্ডঃ
বাংলাদেশে শিশুশ্রম অনুচ্ছেদ রচনা
shishu srom onucched
shishu srom essay in bengali
No comments:
Post a Comment