Breaking

Saturday 4 June 2022

বিজয় দিবস অনুচ্ছেদ ১০ম শ্রেণি | বিজয় দিবস অনুচ্ছেদ class 3 | ছোট অনুচ্ছেদ বিজয় দিবস 


বিজয় দিবস অনুচ্ছেদ ১০ম শ্রেণি | বিজয় দিবস অনুচ্ছেদ class 3 | ছোট অনুচ্ছেদ বিজয় দিবস
বিজয় দিবস অনুচ্ছেদ ১০ম শ্রেণি | বিজয় দিবস অনুচ্ছেদ class 3 | ছোট অনুচ্ছেদ বিজয় দিবস



আজকে আপনাদের জন্য আরেকটি অনুচ্ছেদ নিয়ে আসলাম। সেটা হচ্ছে বিজয় দিবস অনুচ্ছেদ ১০ম শ্রেণি। তবে নিচে ছোট অনুচ্ছেদ বিজয় দিবস আরেকটি দেওয়া আছে সেটি আপনি অন্য ক্লাসের জন্য ব্যবহার করতে পারবেন। যেমনঃ বিজয় দিবস অনুচ্ছেদ class 3 এর জন্য নিচের অনুচ্ছেদ নিতে পারেন। আর যদি মনে হয় বেশি বড় হয়ে গেছে তাহলে কিছু অংশ বাদ দিতে পারেন। bijoy dibosh onucched


বিজয় দিবস অনুচ্ছেদ ১০ম শ্রেণি


১৬ ই ডিসেম্বর প্রতিটি বাংলাদেশির জীবনে অতিগুরুত্বপূর্ণ একটি দিন। কারন এই দিনটি আমাদের বিজয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালে টানা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও আড়াই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করি আমরা। তারপর থেকে ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছি। ১৯৭১ সালের ২৬ শে মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার ঘোষণা দেন। তারপর লাগাতার পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ চলতে থাকে। কিন্তু আমরা বীরের জাতি। আমাদের মুক্তির আকাঙ্ক্ষা পাক হানাদার বাহিনীর ভারি ভারি আস্ত্রকেও স্থবির করে দিয়েছে। আমরা অনেকটা বিনা অস্ত্রেই প্রতিহত করেছি পাক হানাদার বাহিনীদের আর ছিনিয়ে এনেছি আমাদের বিজয়। এর বিনিময়ে আমাদের হারাতে হয়েছে ৩০ লক্ষ দেশপ্রেমিক সাহসী বীর যোদ্ধাদের। যাদের কথা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করে যাবে প্রতিটি বাংলাদেশী। প্রতি বছর খুব শ্রদ্ধার আর মর্যাদার সাথে প্রতিটি বাংলাদেশি এই দিনটি পালন করে আসছে।  যতদিন বেচে রবে বাংলাদেশ ততদিন বেঁচে থাকবে এইসব বীর মুক্তিযোদ্ধারা। কারণ এইসব আত্মত্যাগী মানুষগুলোর জন্যই আজ আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে মর্যাদার সাথে বেঁচে আছি। নিজেদের অধিকার ফিরে পেয়েছি। তাদের আত্মত্যাগের কথা ভাবলে গর্বে বুক ফুলে উঠে। দেশের জন্য কিছু করার উৎসাহ তৈরী হয়। তাই এই দিনটি আমাদের কাছে অত্যান্ত তাৎপর্যপূর্ণ । আর এই তাৎপর্যপূর্ণ জাতীয় দিবসকে জাতীয় জীবনে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সকলে যেন তার অধিকার ভোগ করতে পারে সেইদিকে নজর দিতে হবে। তবেই রক্ষা হবে আমাদের বিজয় দিবসের সত্যিকারের তাৎপর্য। এগিয়ে যাবে লক্ষ লক্ষ শহীদের রক্তে অর্জিত আমাদের এই বাংলাদেশ। 


আরো একটি বিজয় দিবস অনুচ্ছেদ রচনা দেওয়া হলো।


বিজয় দিবস অনুচ্ছেদ class 3 | ছোট অনুচ্ছেদ বিজয় দিবস


বাংলাদেশিদের জাতীয় জীবনে ১৬ই ডিসেম্বর অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘ নয় মাস শসস্ত্র সংরামের পর আমাদের এই ভূখন্ড শত্রু মুক্ত হয়। মানচিত্রে যুক্ত হয় নতুন একটি দেশ। যার নাম বাংলাদেশ। এই মহান বিজয় একদিনে অর্জিত হয়নি এর পিছনে রয়েছে এক লম্বা সময়ের সংগ্রাম, লক্ষ লক্ষ বলিদান। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তানের ওপর নানারকম অত্যাচার নিপীড়ন করে আসছিল শাসকগোষ্ঠীরা। যার ফলস্বরূপ আমরা ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফা দাবি, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ মুক্তিযুদ্ধ দেখতে পায়। আর এইসব আন্দোলনই মূলত আমাদের বিজয় অর্জনে অনেক সহায়ক ছিল। এইসব আন্দোলন আমাদের দেশের সকল মানুষকে অধিকারের জন্য লড়তে শিখিয়েছিল। যার ফলে আমরা আমাদের মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ থেকে শুরু করে, শিক্ষক, চাকরিজিবী, জেলে, কামার, কুমোর সকলের সতস্ফূর্তঃ অংশগ্রহণ দেখতে পায়।  এই দিনটিকে প্রতিটি বাঙ্গালী হৃদয়ের অন্তঃস্থল থেকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করে। এ দিবসে আমাদের নিজেদেরকে অনুপ্রাণিত করতে হবে যাতে আমরা সর্বদা দেশের কল্যাণে কাজ করতে পারি, দেশের উন্নতিতে অবদান রাখতে পারি, সকল দুর্নীতি অনিয়মকে রুখে দিতে পারি। তবেই অর্জিত হবে সত্যিকারের বিজয়। 


বিজয় দিবস সম্পর্কে ৫ টি বাক্য

১. ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস।

২. ১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছিলাম।

৩. এই দিন আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করি।

৪.এই দিন আমাদের অনুপ্রেরণা যোগায় অন্যায়ের প্রতিবাদ করতে।

৫. এই দিন আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি দিন। 



আরোও পড়ুন...


অনুচ্ছেদঃ পহেলা বৈশাখ  

অনুচ্ছেদঃ ইন্টারনেট 

অনুচ্ছেদঃ শিশুশ্রম

অনুচ্ছেদঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অনুচ্ছেদঃ বিজয় দিবস

অনুচ্ছেদঃ ডিজিটাল বাংলাদেশ

অনুচ্ছেদঃ ডিজিটাল বাংলাদেশ

অনুচ্ছেদঃ শীতকাল

অনুচ্ছেদঃ সত্যবাদিতা 

অনুচ্ছেদঃ শীতের সকাল

অনুচ্ছেদঃ কোভিড-১৯ (করোনা ভাইরাস)


keyword: বিজয় দিবস অনুচ্ছেদ

১৬ ই ডিসেম্বর অনুচ্ছেদ

ছোট অনুচ্ছেদ বিজয় দিবস

বিজয় দিবস অনুচ্ছেদ class 10

বিজয় দিবস অনুচ্ছেদ class 3

বিজয় দিবস অনুচ্ছেদ ১০ম শ্রেণি

bijoy dibosh onucched

No comments:

Post a Comment

LIKE OUR FACEBOOK PAGE