Breaking

Wednesday, 1 June 2022

পহেলা বৈশাখ অনুচ্ছেদ |পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য | পহেলা বৈশাখ অনুচ্ছেদ class 5 | পহেলা বৈশাখ অনুচ্ছেদ class 10 | বাংলা নববর্ষ অনুচ্ছেদ for class 6


পহেলা বৈশাখ অনুচ্ছেদ |পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য | পহেলা বৈশাখ অনুচ্ছেদ class 5 | পহেলা বৈশাখ অনুচ্ছেদ class 10 | বাংলা নববর্ষ অনুচ্ছেদ for class 6
পহেলা বৈশাখ অনুচ্ছেদ |পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য | পহেলা বৈশাখ অনুচ্ছেদ class 5 | পহেলা বৈশাখ অনুচ্ছেদ class 10 | বাংলা নববর্ষ অনুচ্ছেদ for class 6



আপনারা এই পোস্টে পহেলা বৈশখের অনুচ্ছেদ পাবেন। আমরা বিভিন্ন ক্লাসের ছাত্রদের জন্য তাদের উপযোগী করে তিনটি পহেলা বৈশাখ অনুচ্ছেদ লিখেছি।পহেলা বৈশাখ অনুচ্ছেদ class 5 | পহেলা বৈশাখ অনুচ্ছেদ class 10 | বাংলা নববর্ষ অনুচ্ছেদ for class 6 এছাড়াও সবশেষে পহেলা বৈশাখ সম্পর্কে ১০ টি বাক্য লিখেছি। আশা করি আপনাদের পাঠ উপোযোগী করে লিখতে পেরেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে অথবা আমাদের মেসেজ করে জানাবেন। আপনাদের একটি কথায় আমরা লিখার জন্য অনেক অনুপ্রাণিত হয়। পাশাপাশি আপনাদের আর কি কি অনুচ্ছেদের প্রয়োজন সেটাও জানাবেন।

বাংলা নববর্ষ অনুচ্ছেদ for class 5

 বাংলা বছরের প্রথম দিনকে বাংলা নববর্ষ বলা হয়। প্রতিটি বাঙ্গালীর জীবনে এই দিনটি অতি গুরুত্বপূর্ণ। শত শত বছর পূর্ব থেকে এই দিন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল বাঙ্গালীর কাছে অতি গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন বাঙ্গালীরা নানভাবে উদযাপন করে থাকে। কোথাও কোথাও এই দিনে মেলা বসে। আবার কোথাও কোথাও নানারকম খেলা ধুলার আয়োজন করা হয়ে থাকে। যেমনঃ হাডুডু, নৌকাবাইচ, ইত্যাদি। এছাড়াও এই দিনে মঙ্গল শোভাযাত্রাসহ নানারকম আনন্দ মিছিল বের করা হয়। রমনার বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন বছরকে বরণ করে নেয়। একে অপরকে “শুভ নববর্ষ” বলার মাধ্যমে কুশল বিনিময় করে।  এছাড়াও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর লোকেরা তিন দিন ব্যাপী বৈসাবী উৎসব পালন করে। অর্থনৈতিকভাবেও পহলে বৈশাখের তাৎপর্য কম নয়। এইদিনে ব্যবসায়ীরা তাদের হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়াও এই দিনে পান্তা আর ইলিশ খাওয়ার চল রয়েছে। এইদিনে সকলে আনন্দে মেতে থাকে। সারা বছরের জরা জীর্ণি, গ্লানি ঘুচে গিয়ে যেন নতুন বছর ভালোভাবে কাটে তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করে সকলে। এটি বাঙ্গালীর প্রাণের উৎসব। বিশ্বের সকল বাঙ্গালী এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করে।

 

বাংলা নববর্ষ অনুচ্ছেদ for class 6|Bangla noboborsho onucched class 7

বাংলা বছরের প্রথম দিনকে বাংলা নববর্ষ বলা হয়। প্রতিটি বাঙ্গালীর জীবনে ঐতিহ্যগতভাবে এবং অর্থনৈতিকভাবে এই দিনটি অতি গুরুত্বপূর্ণ। শত শত বছর পূর্ব থেকে বাংলা নবর্ষ উৎসব পালন হয়ে আসছে। এই দিন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল বাঙ্গালীর কাছে অতি গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন বাঙ্গালীরা নানভাবে উদযাপন করে থাকে। কোথাও কোথাও এই দিনে মেলা বসে। আবার কোথাও কোথাও নানারকম খেলা ধুলার আয়োজন করা হয়ে থাকে। যেমনঃ হাডুডু, নৌকাবাইচ, ইত্যাদি। এছাড়াও এই দিনে মঙ্গল শোভাযাত্রাসহ নানারকম আনন্দ মিছিল বের করা হয়। রমনার বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন বছরকে বরণ করে নেয়। একে অপরকে “শুভ নববর্ষ” বলার মাধ্যমে কুশল বিনিময় করে।  এছাড়াও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর লোকেরা তিন দিন ব্যাপী বৈসাবী উৎসব পালন করে। অর্থনৈতিকভাবেও পহলে বৈশাখের তাৎপর্য কম নয়। এইদিনে ব্যবসায়ীরা তাদের হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেন। আগে জমিদারেরা তাদের খাজনা আদায় করতেন এই  দিনে। এছাড়াও এই দিনে পান্তা আর ইলিশ খাওয়ার চল রয়েছে। এইদিনে সকলে আনন্দে মেতে থাকে। এই দিনে সকলে নতুন পোশাক পরিধান করে ঘুরতে যায়। সারা বছরের জরা জীর্ণি, গ্লানি ঘুচে গিয়ে যেন নতুন বছর ভালোভাবে কাটে তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করে সকলে। এটি বাঙ্গালীর প্রাণের উৎসব। বিশ্বের সকল বাঙ্গালী এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করে।

 

 

 
পহেলা বৈশাখ অনুচ্ছেদ class 10|Bangla noboborsho onucched class 7

বাংলা বছরের প্রথম দিনকে বাংলা নববর্ষ বলা হয়। প্রতিটি বাঙ্গালীর জীবনে ঐতিহ্যগতভাবে এবং অর্থনৈতিকভাবে এই দিনটি অতি গুরুত্বপূর্ণ। শত শত বছর পূর্ব থেকে বাংলা নবর্ষ উৎসব পালন হয়ে আসছে। ঐতিহাসিক ও পন্ডিতেরা মনে করেন, মোঘল সম্রাট আকবর বাংলা নববর্ষের প্রচলন করেন। এই দিন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল বাঙ্গালীর কাছে অতি গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন বাঙ্গালীরা নানভাবে উদযাপন করে থাকে। কোথাও কোথাও এই দিনে মেলা বসে। আবার কোথাও কোথাও নানারকম খেলা ধুলার আয়োজন করা হয়ে থাকে। যেমনঃ হাডুডু, নৌকাবাইচ, ইত্যাদি। এছাড়াও এই দিনে মঙ্গল শোভাযাত্রাসহ নানারকম আনন্দ মিছিল বের করা হয়। রমনার বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন বছরকে বরণ করে নেয়। একে অপরকে “শুভ নববর্ষ” বলার মাধ্যমে কুশল বিনিময় করে।  এছাড়াও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর লোকেরা তিন দিন ব্যাপী বৈসাবী উৎসব পালন করে। অর্থনৈতিকভাবেও পহলে বৈশাখের তাৎপর্য কম নয়। এইদিনে ব্যবসায়ীরা তাদের হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেন। হালখাতা হচ্ছে সারাবছর ক্রেতা-বিক্রেতা লেনদেন করার পর বিক্রেতা যেই টাকা পাওনা থাকে তা পরিশোধের জন্য বিক্রেতা কতৃক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটিই হালখাতা। আগে জমিদারেরা তাদের খাজনা আদায় করতেন এই  দিনে। এছাড়াও এই দিনে পান্তা আর ইলিশ খাওয়ার চল রয়েছে। এইদিনে সকলে আনন্দে মেতে থাকে। এই দিনে সকলে নতুন পোশাক পরিধান করে ঘুরতে যায়। মেয়েরা লাল- সাদা রঙয়ের শাড়ি আর ছেলেরা পাঞ্জবি-পায়জামা পরে।  সারা বছরের জরা জীর্ণি, গ্লানি ঘুচে গিয়ে যেন নতুন বছর ভালোভাবে কাটে তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করে সকলে। এটি বাঙ্গালীর প্রাণের উৎসব। বিশ্বের সকল বাঙ্গালী এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করে। বাঙ্গালী সংস্কৃতি ধারণ-বাহনে এক অমূল্য চর্চা পহেলা বৈশাখ উদযাপন। এটি বাঙ্গালীর মিলনমেলার এক সেতু বন্ধনও বটে।

 

 আরোও পড়ুন...


অনুচ্ছেদঃ পহেলা বৈশাখ  

অনুচ্ছেদঃ ইন্টারনেট 

অনুচ্ছেদঃ শিশুশ্রম

অনুচ্ছেদঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অনুচ্ছেদঃ বিজয় দিবস

 

পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য

 

বাংলা নববর্ষ সম্পর্কে ১০ টি বাক্য নিচে দেওয়া হলোঃ


১. বাংলা বছরের প্রথম দিনকে বাংলা নববর্ষ বলা হয়।


২. ঐতিহাসিক ও পন্ডিতেরা মনে করেন, মোঘল সম্রাট আকবর


বাংলা নববর্ষের প্রচলন করেন।


৩. এই দিন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল বাঙ্গালীর কাছে


অতি গুরুত্বপূর্ণ একটি দিন।


৪. এই দিনে সারাদেশের বিভিন্ন স্থানে মেলা বসে ও নানারকম


অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।


৫. এই দিনে একে অপরকে “শুভ নববর্ষ” বলার মাধ্যমে কুশল


বিনিময় করে।


৬. এছাড়াও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর লোকেরা তিন দিন ব্যাপী বৈসাবী


উৎসব পালন করে।


৭. এই দিনে ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করে থাকে।


৮. এই দিনে পান্তা আর ইলিশ খাওয়ার চল রয়েছে।


৯. এই দিনে সকলে নতুন পোশাক পরিধান করে ঘুরতে যায়।


মেয়েরা লাল- সাদা রঙয়ের শাড়ি আর ছেলেরা


পাঞ্জবি-পায়জামা পরে। 


১০.পহেলা বৈশাখ বাঙ্গালীর মিলনমেলার এক অনন্য সেতু


 বন্ধন।

 

 

No comments:

Post a Comment

LIKE OUR FACEBOOK PAGE