Breaking

Thursday, 9 June 2022

কোভিড ১৯ অনুচ্ছেদ রচনা বাংলা for jsc, ssc, hsc | করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা


আজকে আমরা আপনাদের জন্য কোভিড ১৯ অনুচ্ছেদ রচনা নিয়ে হাজির হয়েছি। এই অনুচ্ছেদ রচনায় যদি আপনাদের মনে হয় কোনোকিছু সংযোজন বা বিয়োজনের প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই জানাবেন। কারণ আমরা আমাদের পাঠককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। এইখানে আপনারা কোভিড ১৯ অনুচ্ছেদ রচনা বাংলা pdf,কোভিড ১৯ অনুচ্ছেদ বাংলা ssc,কোভিড 19 অনুচ্ছেদ রচনা বাংলা, করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা পাবেন।  


কোভিড ১৯ অনুচ্ছেদ রচনা for jsc, ssc, hsc
কোভিড ১৯ অনুচ্ছেদ রচনা for jsc, ssc, hsc  



কোভিড ১৯ অনুচ্ছেদ

২০১৯ সালের শেষের দিকে চীনের উহান প্রদেশে একটি করোনা ভাইরাস সনাক্ত হয়েছিল। এটিই কোভিড-১৯ ভাইরাস। এটি একটি অত্যাধিক সংক্রমক ভাইরাস। এই ভাইরাসটি যখন প্রথম সনাক্ত হয় তখন এটি নিয়ে মানুষ খুব একটা ভাবেনি। কিন্তু পরবর্তীতে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে যায় আর মারাত্মক রূপ নেয়। এটি মহামারি আকারে পরবর্তীতে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়। আর প্রাণ হারায় কয়েক লক্ষ মানুষ। এই ভাইরাস দ্বারা সংক্রমিত হলে, সর্দি, জ্বর, গলা ব্যাথা সহ নানারকম উপসর্গ দেখা দেয়। এই ভাইরাসটি বয়স্ক এবং যারা আগে থেকেই অন্য রোগে আক্রান্ত ছিলেন তাদের জন্য অত্যাধিক মারাত্মক ছিল। মারা যাওয়া মানুষদের মধ্যে বেশিরভাগই বয়স্ক এবং আগের থেকেই কোনো জটিল রোগে আক্রান্ত ছিলেন। এই ভাইরাসের কারণে সারা পৃথিবী এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়। যার ফলে বিশ্বের প্রায় সব দেশেই সরকার সকল ধরণের দোকান পাট, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দেয়। আর বাংলাদেশ ও এর ব্যাতিক্রম নয়। বাংলাদেশে প্রায় দেড় বছর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পৃথিবীর প্রায় সকল দেশে দেখা দিয়েছে অর্থনৈতিক  মন্দা। করােনা ভাইরাস চোখ, মুখ ও নাক দিয়ে সহজেই মানবদেহে প্রবেশ করতে পারে। আক্রান্ত কোনাে ব্যক্তি যখন হাঁচি-কাশি দেয় বা নিঃশ্বাস ফেলে, তখন ভাইরাসটি ছড়ায়। কোনো সুস্থ মানুষ যদি ভাইরাসটির সংস্পর্শে আসে, তাহলে সে সংক্রমিত হয়।  যেহেতু এই ভাইরাসটি একদম নতুন ছিল তাই এর কোনো প্রতিষেধক ছিলনা। তাই প্রতিরােধই এক্ষেত্রে সর্বোত্তম পন্থা ছিল। সেইজন্য ভাইরাস প্রতিরোধে বেশি জোর দেওয়া হয়। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের উপায় হচ্ছে বার বার সাবান দিয়ে হাত ধৌত করা। হাত পরিষ্কার না করে , নাক মুখে হাত না দেওয়া, কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা, খাবার ভালো করে রান্না করে খাওয়া, কোন খাবার ভালো করে না ধুয়ে না খাওয়া। বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখা। তবে বরেরত্মানে কোভিড-১৯ এর টিকা চলে এসেছে। টিকা আসলেও টিকাদানের পরেও অনেকের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে। তাই এখনো আমাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবেই আমরা এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাবো। 


আরোও পড়ুন...



অনুচ্ছেদঃ শীতকাল


অনুচ্ছেদঃ পহেলা বৈশাখ  

অনুচ্ছেদঃ ইন্টারনেট 

অনুচ্ছেদঃ শিশুশ্রম

অনুচ্ছেদঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অনুচ্ছেদঃ বিজয় দিবস

অনুচ্ছেদঃ ডিজিটাল বাংলাদেশ

অনুচ্ছেদঃ সত্যবাদিতা 

অনুচ্ছেদঃ শীতের সকাল 



কিওয়ার্ডঃ 

কোভিড ১৯ অনুচ্ছেদ রচনা বাংলা pdf,কোভিড ১৯ অনুচ্ছেদ বাংলা ssc,কোভিড 19 অনুচ্ছেদ রচনা বাংলা, করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা

No comments:

Post a Comment

LIKE OUR FACEBOOK PAGE