Breaking

Wednesday 17 June 2020

June 17, 2020

Requirement of facebook monetizaton || ফেসবুক মনিটাইজেশন চালু করার শর্ত

Requirement of facebook monetizaton || ফেসবুক মনিটাইজেশন চালু করার শর্ত

facebook page monetization
facebook monetization


ফেসবুক একটি অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম। যার ব্যবহার কারির সংখ্যা বর্তমানে প্রায় ২৫০ কোটি।আশা করি আপনিও এদের মধ্যেই একজন।আপনি কি জানেন আপনার একটা ফেসবুক পেজ থাকলে তা থেকে ইনকাম করতে পারেন। কিভাবে খুব সহযেই একটি ফেসবুক পেজ খুলবেন তা জানতে এইখানে ক্লিক করুন। ফেসবুক পেজ মনিটাইজেশন (facebook monetizaton) এর মাধ্যমে আপনি ফেসবুক থেকে বেশ মোটা অংকের টাকা আয় করতে পারেন। আর এটা হতে পারে আপনার আয়ের স্থায়ী একটা মাধ্যম আর বিশ্বস্তও বটে। তবে ফেসবুক মনিটাইজেশন (facebook monetizaton) এর জন্য আপনাকে কিছু শর্ত পূরন করতে হবে। খুব কঠিন কোনো শর্ত নয় শুধু একটু লেগে থাকতে হবে। তাহলেই সফলতা নিশ্চিত।চলুন তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক কি ধরনের শর্ত পূরন করলে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য ইলিজেবল হবে। মনিটাইজেশন ছাড়াও আপনার পেজকে কিভাবে কাজে লাগিয়ে টাকা আয় করতে পারেন দেখতে এইখানে ক্লিক করুন।

পেজ মনিটাইজেশনের (facebook monetizaton) যেসব শর্ত পূরন আবাশ্যকঃ

বর্তমানে ফেসবুক তাদের নীতিমালার মালার কিছু পরিবর্তন করেছে এই নতুন নীতিমালা অনুসারে দুইটি পদ্ধতিতে আপনি এডব্রেকস চালু করতে পারবেন প্রথমটি In Stream-ads যেখানে আপনার ফেসবুক মনিটাইজেশন এর জন্য প্রয়োজন ১০০০০ হাজার ফলোয়ারের  প্রয়োজন হবে। আর ২য় টি হলো Brand Collabs Manager যেখানে আপনার ফেসবুক মনিটাইজেশন এর জন্য  প্রয়োজন মাত্র ১০০০ ফলোয়ার। চলুন পর্যায় ক্রমে দেখে নেওয়া যাক কোনটার জন্য কি ধরনের রিকুয়ারমেন্ট পালন করতে হবে।

In Stream-ads:

I. আপনার পেজে কমপক্ষে ১০০০০ হাজার ফলোয়ার থাকতে হবে।
II. আপনার পেজটির বিগত ৬০ দিনে কমপক্ষে ৩০০০০ হাজার ভিউ থাকতে হবে এবং এর ওয়াস টাইম মিনিমাম ১ মিনিট হতে হবে। অর্থাৎ আপনার পেজের যেসব ভিডিও আছে তার সবগুলো মিলিয়ে আপনি মনিটাইজেশনের এপ্লাইয়ের আগের ৬০ দিনে ৩০০০০ বার ভিউ হতে হবে। আর এইখানে বলে রাখি শুধু ভিডিও হলেই হবে না সেটার ডিউরেশন ৩ মিনিটের বেশি অবশ্যই হতে হবে।

Brand Collabs Manager :

I. এক্ষেত্রে আপনার মাত্র ১০০০ ফলোয়ারের প্রয়োজন।
II. আপনি এইখানে ৩টি সুযোগ পাচ্ছেন যার মধ্যে যেকোনো একটি পূরন করলেই আপনার পেজটি মনিটাইজেশিনের জন্য এপ্লাইয়ের যোগ্য হবে।
1. বিগত ৬০ দিনে আপনার পেজে ১৫০০০ এইনগেইজমেন্ট অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার সবকিছু মিলে বিগত ৬০ দিনে ১৫০০০ হতে হবে।
2. অথবা আপনার আপনার পেজে কন্টেন্টের ওয়াস টাইম বিগত ৬০ দিনে ১৮০০০০ হাআর মিনিট হতে হবে। 
3. অথবা কমপক্ষে ৩ মিনিটের ভিডিওগুলো ৩০০০০ হাজার ভিউ হতে হবে যাদের প্রত্যেকের ওয়াসটাইম কমপক্ষে ১ মিনিট করে থাকতে হবে।



ফেসবুক কেমন ধরনের ভিডিও হলে দ্রুত সফল হবেনঃ

1. ফেসবুকে প্রায় সব কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারবেন তবে ফেসবুক MP4 ফরম্যাটের ভিডিও রিকমান্ড করে
2. রেজুলেশন ১০৮০ পিক্সেল বা এর নিচে হতে হবে। বেশি হওয়া যাবেনা
3. ফেসবুক সাধারণত ১০ জিবি পর্যন্ত ফাইল সাপোর্ট করবে। অর্থাৎ একটি ভিডিও এর সাইজ ১০ জিবি এর মধ্যে রাখতে হবে।
4. ২৪০ মিনিট থেকে বড় ভিডিও আপলোড দেওয়া যাবেনা।
5.  আপনি সফল হওয়ার জন্য অর্থাৎ বেশি আয় করার জন্য বা তাড়াতাড়ি মনিটাইজেশন এর জন্য ইলিজিবিলিটি অন করার জন্য ১০ মিনিটের বড় ডিউরেশনের ভিডিও আপলোড করতে পারেন।
6. আর প্রতিটি ক্ষেত্রেই আপনার প্রতিটি ভিডিও ইউনিক হতে হবে অর্থাৎ কোনো কপিরাইট ভিডিও হওয়া যাবে না। তবেই আপনি আপনার পেজটিকে মনিটাইজেশনের জন্য এপ্লাইয়ের যোগ্য করে তুলতে পারবেন। 
7. আপনার তৈরিকৃত ভিডিওটি স্লাইড, এনিমেশন কিংবা স্থির চিত্র হওয়া যাবেনা। সামাজিকভাবে কাউকে হেয় করে কোনো জাতি গোষ্ঠিকে অপমান করে কোনো ভিডিও দেওয়া যাবেনা।

আপনার পেজের ইলিজিবিলিটি চেকঃ

এতকিছুর আপনি কিভাবে বুঝবেন যে আপনার পেজটি মনিটাইজেশন এর যোগ্য কিনা? আপনি ইচ্ছে করলেই নিজেই চেক করে নিতে পারবেন। আপনার পেজ মনিটাইজেশনের যোগ্য কিনা তা চেক করতে এইখানে ক্লিক করুন

ফেসবুক পেজ মনিটাইজেশন (facebook monetizaton)
www.rohossojal.blogspot.com


যদি উপরের ছবির লাল অংশগুলো সবুজ হয়ে যায় তাহলে বুঝবেন আপনার পেজটি মনিটাইজেশনের জন্য এপ্লাই করার জন্য তৈরি।(facebook monetizaton)

Monday 15 June 2020

June 15, 2020

How to verify Facebook Page|| কিভাবে ফেসবুক পেজ ভেরিফিকেশন করবেন

How to verify Facebook Page|| কিভাবে ফেসবুক পেজ ভেরিফিকেশন করবেন


How to verify Facebook Page|| কিভাবে ফেসবুক পেজ ভেরিফিকেশন করবেন  www.rohossojal.blogspot.com
How to verify Facebook Page|| কিভাবে ফেসবুক পেজ ভেরিফিকেশন করবেন
www.rohossojal.blogspot.com


আপনারা অনেকেই দেখেছেন কিছু কিছু ফেসবুক আইডি বা পেজের পাশে একটা নীল গোলাকের মধ্যে সাদা টিক চিহ্ন দেওয়া। আপনাদের মনে হয়তো প্রশ্নও জেগেছে এটা আসলে কি? আসলে যেইসব পেজ বা প্রোফাইল ভেরিফাই করা থাকে তাদের নামের পাশে এই চিহ্ন থাকে। কিন্তু এর প্রয়োজনীয়তা কি? ফেসবুক এমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে যে কেউ চাইলে ইচ্ছে মতো কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই একটা ফেসবুক আইডি বা পেজ যেকোনো সময় খুলে ফেলতে পারে।এর কারণে অনেকেই যেকোনো মানুষের নামে যে কেউ একটা ফেক আইডি বা পেজ খুলে ফেলতে পারে। ফলে কোনটা সত্যিকারের প্রোফাইল বা পেজ তা নিয়ে সংশয় তৈরি হয়। আবার এই আইডি ব্যবহার করে অনেককে বিপদেও ফেলতে পারে যে কেউ। এছাড়াও এইসব পেজে বা প্রোফাইল ব্যবহার করে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের বা ব্যাক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রও হতে পারে। আবার অনেকে এইসব ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে প্রতারণাও করে আসছে। যার শিকার হচ্ছে অনেক সাধারণ মানুষ। কিন্তু কোনো পেজ বা প্রোফাইল ভেরিফাই করা থাকলে অরজিনাল ব্যক্তির বা প্রতিষ্ঠানের আইডি বা পেজ শনাক্ত করা সহজ হয় এবং প্রতারণার কোনো  সুযোগ থাকেনা। কারণ একটি আইডি বা পেজ ভেরিফাই করতে বেশ কিছু লিগ্যাল ইনফরমেশনের প্রয়োজন হয় যেগুলো সেই ব্যাক্তি ছাড়া অন্য কারো কাছে থাকা সম্ভব  নয়। যেমনঃ আপনার আইডি ভেরিফিকেশন করতে হলে অবশ্যই আপনার জন্ম সনদ, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপির দরকার হবে। তাই ফেসবুক পেজ বা আইডি ভেরিফিকেশন করলে আর প্রতারণার কোনো সুযোগ থাকেনা। এছাড়া পেজ ভেরিফাই করলে সার্চ করলেও একই নামে অনেক পেজ থাকলেও ভেরিফাইড পেজ আগে শো করবে। তাই পেজ বা আইডি ভেরিফাইয়ের সুযোগ থাকতে তা হাত ছাড়া করা উচিত নয়। তবে এই পেজ ভেরিফাইয়ের সুযোগটি ফেসবুক এখনো সবাইকে দেয় নি। শুধু বিশেষ কিছু ব্যাক্তি এই পেজ বা আইডি ভেরিফাই করতে পারে। তবে আশা করি খুব শিঘ্রই এটা সবার জন্য উন্মুক্ত হবে। verify Facebook Page  ফেসবুক পেজ ভেরিফিকেশন


যারা যারা আইডি ভেরিফিকেশনের সুযোগ পাবেনঃ

কোনো পাবলিক ফিগার যেমন ক্রিড়া ব্যাক্তিত্ব, চলচিত্র ব্যক্তিত্ব বা মিডিয়া ব্যাক্তিত্ব ইত্যাদি
সরকারি চাকরিজিবী
কোনো ব্যবসা প্রতিষ্ঠান


আপনি যদি এইগুলোর একটিরও অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল নিম্নোক্ত পদ্ধতিতে ভেরিফাই করে নিন।

ভেরিফাই করার জন্য যেইসব ধাপ অনুসরণ করবেনঃ

I. প্রথমে এই ঠিকানায় প্রবেশ করুন। আর সেখানে Verification type থেকে সিলেক্ট করুন আপনি আপনার 
পেজ নাকি আইডি ভেরিফিকেশন করতে চাচ্ছেন
II. এরপর ক্যাটাগরি সিলেক্ট করুন। 
III. তারপর আপনার দেশের নাম দিন।
IV. এরপর Please attach a photo of your ID এই অপশানে আপনার ক্যাটাগরি অনুযায়ি আপনার পরিচয় পত্র দিন। 

V. তারপর Please share why this Facebook Page or Profile should be verified এই বক্সে গিয়ে আপনি কেন আপনার ফেসবুক পেজ বা আইডি ভেরিফাই করতে চাচ্ছেন তার বিস্তারিত বর্ণনা দিন।
VI. এরপর আরো কিছু বক্স দেখতে পাবেন যেইগুলোতে আপনার আরো ইনফরমেশন দিতে পারেন তবে এই বক্সে তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়।
VII. এবার send বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ।

এখন ফেসবুক বিষয়টিকে যাচাই বাছাই করে কিছু সময়ের মধ্যেই আপনাকে জানিয়ে দিবে আপনার আইডি বা পেজ ভেরিফাই এর যোগ্য কিনা।

তবে এখানে বলে রাখি অনেকেই মনে করেন যে পেজ ভেরিফাইয়ের জন্য অনেকেই মনে করে থাকেন প্রচুর লাইক বা ফলোয়ার লাগে কিন্তু বাস্তবে বিষয়টি মোটেও এমন নয়। আপনার ১০০০ ফলোয়ার থাকলেও আপনার পেজ ভেরিফাই করা সম্ভব।তাহলে আর দেরি কেন? আপনার ফেসবুক পেজ বা আইডি এখনই ভেরিফাই করে ফেলুন। সুযোগ পেলে হাতছাড়া কেন করবেন??

Sunday 14 June 2020

June 14, 2020

Bangla romantic sms || Bangla Love sms|| বাংলা ভালবাসার sms|| বাংলা রোমান্টিক sms


Bangla romantic sms || Bangla Love sms|| বাংলা ভালবাসার sms|| বাংলা রোমান্টিক sms

bangla romantic sms  www.rohossojal.blogspot.com
bangla romantic sms
www.rohossojal.blogspot.com

নিচে দেখুন bangla romantic sms


১।তুমি আমার জান
তোমার জন্য দিতে পারি আমার এই জীবন 
যতদিন দেহে থাকবে এই প্রাণ
তোমাকে সর্বদা ভালোবেসে যাবে এই মন


Tumi amar jan
Tomar jonno dite pari amar ei jibon
Zotodin dhe thakbe pran
Tomake sorboda valobese jabe ei mon

bangla love sms,valobasar sms,bangla romantic sms,bengali love sms,love sms bangla language,love message bangla
bangla love sms
www.rohossojal.blogspot.com



২। আমি জানিনা তোমাকে ভালোবাসি কিনা
কিন্তু তোমাকে যখন দেখি তখন হৃদয়ে শিহরণ জাগে
বেড়ে যায় বুকের ধকধকানি মনে হয় তোমার সাথেই যদি বাকি সময় টুকু কাটাতে পারতাম!
এটা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ

Ami janina tomake valobasi kina
Kintu tomake jokhon dekhi tokhon hridoie sihoron jage
Bere jai buker dhokdhokani. Mone hoi tomar sathei zodi baki somoituku katate partam!
Eta jodi valobasa hoi tahole ami tomake valobasi. I love you


৩।আকাশ যেমন তার বুকে চাদকে আগলে রাখে
সমুদ্র যেমন  তার দ্বীপকে আগলে রাখে 
সেইরূপে আমিও তোমাকে আমার বুকে আগলে রাখব
কারণ আমি তোমাকে ভালোবাসি 
আই লাভ ইউ

bangla love sms www.rohossojal.blogspot.com
bangla premer sms
www.rohossojal.blogspot.com


Akash jemon tar buke cadke agle rakhe
Somudro zemoj tqr dipke agle rakhe
Seirupe amio tomake amar buke agle rakhbo
Karon ami tomake valobasi
I love you

৪।টুইংকেল টুইংকেল লিটিল স্টার
আমার মতো ভাল তোমাকে বাসবেনা আর কেউ 
হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর
তোমার জন্য জীবন দিতে ভাববো না একবার

Twinkle twinkle little star
Amar moto valo tomake basbena kaw ar
How I wonder what you are
Tomar jonno jibon dite vabbo na ekbar


bangla love sms,valobasar sms,bangla romantic sms,bengali love sms,love sms bangla language,love message bangla
bangla love sms,valobasar sms,bangla romantic sms,bengali love sms,love sms bangla language,love message bangla


৫। তুমি আমার জান তুমি আমার প্রান
তোমার জন্য এই জীবন করে দিব কোরবান
তুমি আমার মনের মানুষ তোমায় দিয়েছি মনটা
তোমার কথা ভাবতে ভাবতে কেটে যায় দিনটা
আমি তোমাকে ভালোবাসি
আই লাভ ইউ

Tumi amar jan tumi amar pran
Tomar jonno ei jibon kore dibo korban
Tumi amae moner manus tomai diesi monta
Tomar kotha vabte vabte kete jai dinta
Ami tomake valobasi 
I Love You

৬। তোমাকে ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে আমি সেই অন্যায় করেছি
আর তার শাস্তি হিসেবে তোমাকে চায় অথবা মৃত্যুদন্ড 
কোনটা দিবে সেটা তোমার হাতে ছেড়ে দিলাম 
কারন আমি তোমাকে আমার জীবনের থেকে ভালবাসি
আই লাভ ইউ



Tomake valobasa Jodi onnai hoi tahole ami sei onnai koresi
Ar tar sasti hisebe tomake cai othoba mrittudondo
Konta dibe seta toma hate sere dilam 
Karon ami tomake amr jiboner thekeo besi valobasi
I Love You



৭।কোনো লতা যেমন বৃক্ষকে অবলম্বন করে উপরে উঠতে চায়
কোনো পাখি যেমন তার ডানায় ভর করে আকাশ জয় করতে সমর্থ হয় 
ঠিক তেমনি আমি তোমার ভালোবাসাকে অবলম্বন করে জীবন যাত্রায় উপরে উঠতে চায়, জয় করতে চায় সকল দুঃখ

Kono lota jemon brikkhoke obolombon kore upore uthte cai
Kono pakhi jemon tar danai vor kore akash joi korte somortho hoi
Thik temoni ami tomar valobasake obolombon kore jibon jatrai upore uthte cai, j
oy korte cai sokol dukkho.

bangla love sms,valobasar sms,bangla romantic sms,bengali love sms,love sms bangla language,love message bangla
www.rohossojal.blogspot.com


৮।সমুদ্র থেকে যেমন অনবরত জল তোলা হলেও এর জল কম পড়েনা
আকাশের তারা যেমন সর্বদা গুণতে থাকলেও যেমন গুণে শেষ করা যাবেনা
ঠিক তেমনি তোমার আর আমার মধ্যে যতই দূরত্ব থাকুক ভালোবাসা কখনো কমবে না

Somudro theke jemon onoboroto jol tola holeo er jol kom porena
Akasher tara jemon sorboda gunte thakleo jemon gune ses kora jabena
Thik temon e tomar ar amar moddhe jotoi durotto thakuk valobasa kokhono kombena 


৯। ওহে প্রিয়তমা তোমার কথা ভাবছি সারাক্ষন
তোমার জন্য অপেক্ষা করতে রাজি আজীবন
তুমি বললে দিয়ে দেব এই জান
তবু তোমায় ছাড়বে না এই মন
তোমার জন্য অপেক্ষা করবো ভালবাসার আশায়
তোমার প্রেমে সিক্ত করবো বলে এ হৃদয় 

Ohe priotoma , tomar kotha vabsi sarakkhon
Tomar jonno opekkha korte raji ajibon
Tumi bolle die debo ei jan
Tobu tomai sarbe na ei mon
Tomar jonno opekkha korbo valobasar asai
Tomar preme sikto korbo bole e hridoy


Here is a few Bangla romantic sms . All bangla romantic sms collected by good poet. These Bangla romantic sms you can share with your girlfriend or boyfriend. She/he will be most happy is you share these romantic and cute love sms kobita. Bangla romantic sms is most suitable option of all lover. We have posted this sms for who want to share some romantic moment with lover. Bangla valentines day sms. this bangla romantic sms you can share to strong your loving bond.bangla romantic sms help you to conveince your gf/bf. so why are you waiting lets share this bangla romantic sms

Saturday 6 June 2020

June 06, 2020

How to earn money from facebook||ফেসবুক থেকে আয় করার উপায় ২০২২

How to earn money from facebook||ফেসবুক থেকে আয় করার উপায় ২০২২



How to earn money from facebook www.rohossojal.blogspot.com

How to earn money from facebook www.rohossojal.blogspot.com


কমবেশি আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। কিন্তু আমাদের বেশিরভাগই শুধু নিউজফিড স্ক্রলিং অথবা মেসেঞ্জারে চ্যাটিং করে আমাদের মূল্যবান সময় নষ্ট করি। কিন্তু আমরা ইচ্ছে করলে ফেসবুকের এই সময়টাকে কাজে লাগিয়ে মোটা অংকের টাকা আয় করতে পারি।  তবে আগেই বলে রাখি যাদের ধৈর্য খুব কম এইটা তাদের জন্য খুবই কঠিন। অনলাইনে আপনি যেই কাজই করুন না কেন আপনার ধৈর্য ধারনের বিকল্প নেই।আপনি একটু ধৈর্য নিয়ে কাজ করলে ফেসবুককে বেশ কয়েকভাবে ব্যবহার করে মুনাফা লুটে নিতে পারেন।কিভাবে ফেসবুক থেকে আয় করবেন তার বেশ কয়েকটি উপায় আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি । যাইহোক আসল কথায় আসি। দেখে নেওয়া যাক how to earn money from facebook 



earn from facebook
Facebook Monetization
www.rohossojal.blogspot.com


১। ফেসবুক মনিটাইজেশন থেকে ইনকামঃ ফেসবুক বর্তমানে বেশ জনপ্রিয় একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। আর এর ব্যবহারকারীর সংখ্যাটাও ২৫০ কোটির ওপরে।আর এদের অনেকেরই রয়েছে ফেসবুক পেজ। আপনারও হয়তো ইতোমধ্যেই একটি বা বেশ কয়েকটি ফেসবুক পেজ রয়েছে। আপনি হয়তো জানেন না আপনি ইচ্ছা করলে এই ফেসবুক পেজ থেকে আপনি ভালো পরিমান টাকা আয় করতে পারেন আপনার ফেসবুক পেজটি মনিটাইজড করে।আর ফেসবুক পেজ না থাকলেও চিন্তার কিছু নাই। কারন আপনি ইচ্ছে করলে করলে খুব সহযেই বিনামূল্যে একটা ফেসবুক পেজ খুলে নিতে পারেন।আপনি কিভাবে খুব সহজেই একটি ফেসবুক পেজ খুলবেন তা জানতে এইখানে ক্লিক করুন।  তবে এর জন্য কিছু নিয়ম আছে সেইগুলো আপনাকে পালন করতে হবে।  আর শুধু ফেসবুকই না আপনি যেইখান থেকে এক পয়সাও আয় করুন না কেন আপনাকে সেইখানের নিয়ম পালন করতেই হবে।তবে এই নিয়মগুলো মেনে চলাটাও আহা মরি কোনো ব্যাপার না। যেমন আপনার পেজের একটি নির্দিষ্ট পরিমাণ লাইক ও ফলোয়ার থাকতে হবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন।




২।ফেসবুক একাউন্ট ও পেজ কিংবা গ্রুপ বিক্রিঃ আমাদের অনেকেরই একের অধিক ফেসবুক একাউন্ট আছে। কিন্তু আমরা সাধারনত একটা একাউন্টই চালিয়ে থাকি। কিন্তু আপনি ইচ্ছে করলে আপনার অব্যবহৃত একাউন্ট বিক্রি করে টাকা আয় করতে পারেন। শুধু একাউন্ট নয় আপনার যদি বড় কোনো ফেসবুক পেজ বা গ্রুপ থেকে থাকে তাহলে সেটা আরো চড়া মূল্যে বিক্রি করা সম্ভব।  কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে কারা আর কেনই বা আপনার ফেসবুক পেজ বা গ্রুপ কিনবে? আপনার প্রশ্নের উত্তর হলো অনেক কোম্পানি আছে যারা তাদের প্রোডাক্টের প্রোমশনের জন্য ফেসবুক গ্রুপ বা পেজের মাধ্যমে তাদের পন্যের প্রচার করার জন্য বড় বড় গ্রুপ বা পেজ কিনে নেয়। আবার অনেকে ইউটিউবার তাদের চ্যানেলের প্রোমোশনের জন্যও পেজ  বা গ্রুপ কিনে নেয়। আপনি আপনার পেজ বা আইডি বিক্রি করতে এইখানে ক্লিক করুন। 

Faceboo theke earn
Facebook theke earn
www.rohossojal.facebook.com



৩। ফ্রিল্যান্সিংঃ আমরা অনেকেই ফ্রিল্যান্সিংএর কথা শুনেছি। সারা পৃথিবীতে অনেক ফ্রিল্যাসিং ওয়েবসাইট আছে। আর এইখানে অনেক ধরনের কাজ পাওয়া যায় যেগুলো অনেকটাই সহজ যেমন কপি টাইপিং, ডাটা এন্ট্রি বা মার্কেটিং এর মতো কাজ। কিন্তু কেউ এইসব জায়গায় নতুন একাউন্ট ক্রিয়েট করলে প্রথম অবস্থায় কাজ পায় না। কারণ নতুন কাউকে দিয়ে আপনিও চাইবেন একই পরিমাণ টাকা দিয়ে কাজ করাতে। এক্ষেত্রে নতুন ফ্রিল্যান্সারদের জন্য শুভ সংবাদ হল যে ফেসবুকে এই রকম অনেক গ্রুপ আছে যেইখানে এই ধরনের কাজ পাওয়া যায়। আপনার প্রশ্ন যে কিভাবে পাবেন? আসলে অনেক ফ্রিল্যান্সার আছে যারা অনেক কাজ পায় এবং সব কাজ করে শেষ করতে পারেনা বা বেশি কাজ নিয়ে অন্যদের দিয়ে তা করিয়ে একটা কমিশন নেয়। তো আপনি কোনো কাজ পারলে এইখান থেকে কাজ করে কিছু টাকা আয় করতে পারেন। এছাড়াও এইসব বড় গ্রুপে অনেকে বিভিন্ন কাজের জন্য সরাসরি অফার দেয়। সেক্ষেত্রে কেউ কাজের অফার দিলে আপনি তার সাথে যোগাযোগ করে কাজটি নিতে পারেন এবং টাকা আয় করতে পারেন। 



faceboo e freelancing
www.rohossojal.blogspot.com


৪।স্পন্সারশিপঃ আপনার একটা বড় ফেসবুক পেজ থাকলে আপনি কোনো প্রোডাক্টের স্পন্সারশিপ নিতে পারেন। এর জন্য আপনার একটি বড় পেজ থাকতে হবে। আর সেখানে আপনার লিখা ভালো কন্টেন্ট থাকতে হবে। আপনার কন্টেন্ট ভালো হলে আপনার ফলোয়ারদের আপনার প্রতি বিশ্বাস তৈরি হবে। আর বিশ্বাস তৈরি হলে বিভিন্ন কোম্পনি থেকে আপনি বিভিন্ন প্রোডাক্টের স্পন্সর নিতে পারবেন। যা আপনি আপনার পেজে পোস্ট করে এর গুনাগুন সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে পারেন। যারা আপনার এই পোস্ট দেখে এই প্রোডাক্ট কিনবে সেখান থেকে আপনি কিছু পরিমাণ টাকা কমিশন পাবেন। এইভাবেও আপনি ফেসবুক থেকে আয় করতে পারেন।


sponsorship earn from facebook


.৫। বেচাকেনাঃ আপনার কোনো পুরনো অপ্রয়োজনীয় জিনিস থাকলে সেটা আপনি আনার ফেসবুক গ্রুপ বা পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে দিতে পারেন। যেটা কেউ কিনতে আগ্রহি হলে আপনার সাথেযোগাযোগ করে কিনে নিতে পারবে। 



৬।ব্যবসা বৃদ্ধিঃ আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে আপনি আপনার প্রোডাক্ট গুলোর প্রচারের কাজে ফেসবুক কে ব্যবহার করতে পারেন। এতে লোকজন আপনার প্রোডাক্ট ঘরে বসেই দেখতে পারবে আর আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহ প্রকাশ করবে। যার ফলে আপনার ব্যাবসা বাড়ানো সহয হবে। 


৭।অনলাইন শপঃ আপনার বড় পেজ থাকলে আপনি সেটাকে কাজে লাগিয়ে অনলাইন শপ ও খুলে ফেলতে পারেন। বর্তমানে অনলাইন বিজনেস বেশ জনপ্রিয় হচ্ছে। এর জন্য যেমন আপনার সময় ব্যয় কম হবে আর টাকা পয়সা ইনভেস্টও কম করতে হবে।আপনি এই পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন নিয়মিত দিয়ে আপনার বিজনেস আস্তে আস্তে বড় করতে পারেন। আর সাধারণ বিজনেস থেকে অনলাইন বিজনেসে অনেক সুবিধা রয়েছে। সেটা নিয়ে অন্য কোনোদিন বলবো। আপাতত আপনি এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন।



৮। স্থানীয় বিজ্ঞাপনঃআপনার পেজ স্থানীয় কোনো টপিক রিলেটেড হলে আপনি আপনার স্থানীয় কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন একটা বিশেষ অ্যামাউন্টের বদলে আপনার পেজের কভার ফটোতে  দিতে পারেন। এতে করে আপনি কিছু অর্থ আয় করতে পারবেন। 


তাহলে আর দেরি কেন শুরু করুন ফেসবুক থেকে আয় করা। 

Thursday 4 June 2020

June 04, 2020

ফেসবুক পেজ খোলার উপায় ২০২২||ফেসবুক পেজ খোলার নিয়ম

ফেসবুক পেজ খোলার সহজ উপায় ২০২২||ফেসবুক পেজ খোলার নিয়ম

ফেসবুক পেজ খোলার উপায়
ফেসবুক পেজ খোলার উপায়
www.rohossojal.blogspot.com



সাধারণ ভাবে একটা ফেসবুক পেজ খোলা খুবই সহজ একটা ব্যাপার কিন্তু তারপরও অনেকের কাছেই ব্যাপারটা ঝামেলার। তাই তাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম  এই আর্টিকেল যেখান থেকে আপনি খুব সহজেই শিখে যাবেন কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয়।আর এই ব্যাপারটা সহজ হলেও কিন্তু একটা ফেসবুক পেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অনেক ক্ষেত্রেই।তবে ফেসবুক পেজ খোলার উপায় সম্পর্কে জানার আগে একটা বিষয় জানাতে চায় যে একটা পেজ খুলে লাভটা কি? কেন খুলবেন একটা ফেসবুক পেজ সেটা জানাটা জরুরি। আসলে আপনি একটা ফেসবুক পেজ খুলে অনেকভাবে উপকৃত হতে পারেন।যেমন আপনার বিজনেস বড় করতে একটা ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এর মাধ্যমে আপনার প্রোডাক্ট পৌছে দিতে পারবেন অনেকের কাছে। আর এছাড়াও আপনি একটা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম ও করতে পারেন। কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন। যাইহোক এখন আসা যাক আসল কথায়। আপনি কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন তা নিচে ধাপে ধাপে দেখানো হল। আশা করি এই পক্রিয়াটি দেখার পর আর ফেসবুক পেজ খুলতে কোনো অসুবিধা হবে না।

১। প্রথমে আপনার আইডি লগ ইন করে নিতে হবে। যেহেতু আপনাদের ফেসবুক একাউন্ট আছে তাই ধরেই নিচ্ছি আপনি লগ ইন করতে পারেন।ফেসবুক পেজ লগ ইন করলে নিচের মতো একটা পেজ পাবেন। এরপর  আপনি ছবিতে চিহ্নিত Create এ ক্লিক করুন।


ফেসবুক পেজ খোলার উপায়
ফেসবুক পেজ খোলার উপায় step 1
 

এইখানে ক্লিক করলে নিচের ছবির মতো কয়েকটা অপশন আসবে। সেখান থেকে চিহ্নিত করা  Page Option এ ক্লিক করুন।   

ফেসবুক পেজ খোলার উপায়
ফেসবুক পেজ খোলার উপায়



২।তাহলে নিচের মতো একটা পেজ ওপেন হবে। এইবার আপনার পছন্দ মতো যেই ধরনের পেজ খুলবেন সেইটা সিলেক্ট করুন। আপনি যদি বিজনেসের উদ্দেশ্যে পেজ খুলতে চান সেক্ষেত্রে Business or brand এ click করুন। আর যদি আপনি ট্রল পেজ বা নিজের ইউটিউব, ব্লগ ইত্যাদি প্রোমোটের জন্য খুলতে চান তাহলে  Community or Public figure select করুন।আর সিলেক্ট করতে Get Started এ Click করুন।  


ফেসবুক পেজ খোলার উপায়
ফেসবুক পেজ খোলার উপায় step 2


৩। তাহলে নিচের মতো পেজ ওপেন হবে। এইখানে থেকে আপনি আপনার পেজের জন্য যেই নাম সিলেক্ট করেছেন সেই নাম এইখানে দিন তারপর আপনার পেজটি যেই ক্যাটাগরির সেই ক্যটাগরি সিলেক্ট করুন। আমি এইখানে আমার ওয়েবসাইটের নাম অনুযায়ী এই পেজের নাম দিয়েছি রহস্যজাল ও ক্যাটাগরি সিলেক্ট করেছি। তারপর Continue এ Click করুন। 


ফেসবুক পেজ খোলার নিয়ম
ফেসবুক পেজ খোলার নিয়ম step 3

৪। তাহলে নিচের মতো একটি পেজ আসবে। তারপর এইখানে আপনার পেজের জন্য যেই প্রোফাইল পিকচার দিবেন তা এড করুন।এড করার জন্য Upload a Profile Picture এ Click করুন।তারপর আপনার পেজের প্রোফাইল পিকচারের জন্য যেই ছবি রেখেছেন তা সিলেক্ট করুন। তবে আপনি এখন ইচ্ছে করলে এটা স্কিপ করে পরেও এড করে নিতে পারেন। পরে আপলোড করতে চাইলে Skip এ ক্লিক করুন। আমি স্কিপ এখন করলাম। 

ফেসবুক পেজ খোলার নিয়ম
ফেসবুক পেজ খোলার নিয়ম step 4


৫।তারপর এইখানে আপনার পেজের কভার ফটোও এড করতে পারেন। এখন এড করতে আগের প্রোফাইল পিকচারের মতো করেই এড করে নিন। আর এখন এড না করলে আগের মতোই স্কিপ করতে পারেন। আমি এটাও এখন স্কিপ করছি। 

ফেসবুক পেজ খোলার নিয়ম
ফেসবুক পেজ খোলার নিয়ম step 5


তাহলে আপনি নিচের মতো পেজ দেখতে পাবেন যেটা আপনার সদ্য তৈরি করা পেজ। আমার এইখানে কোনো ছবি নেই তাই পেজটি এমন দেখাচ্ছে। আপনি ছবি এড করলে পেজটি আরো সুন্দর হবে। 

কমপ্লিট ফেসবুক পেজ
কমপ্লিট ফেসবুক পেজ

এখন আপনি সুন্দর সুন্দর পোস্ট করুন আর আপনার ফ্রেন্ডদের ইনভাইট করে শুরু করে দিন আপনার পেজের কার্যক্রম। আর হ্যা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ।

LIKE OUR FACEBOOK PAGE