Breaking

Wednesday, 8 June 2022

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ  রচনা  2022

আজকে আপনাদের জন্য ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ নিয়ে এসেছি। এখানে আপনারা ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ 2022 ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ class 7 ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ jsc ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ ssc ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ class 6 ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ class 8 ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ class 9  ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ class 10 পাবেন। digital bangladesh onucched bangla


ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ  রচনা
ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ  রচনা 


ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ 

ডিজিটাল বাংলাদেশ বলতে বোঝায় বাংলাদেশের সকল ধরণের নিত্যপ্রয়োজনীয় কার্যক্রম সরকার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, চিকিৎসা সেবা  থেকে শুরু করে সকল কাজ কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে সম্পাদনা করা বোঝায়। এক কথায় বলতে গেলে সম্পূর্ণ সরকার ব্যাবস্থা ও দেশ কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে পরিচালনা করা। সারা পৃথিবী কম্পিউটার আর ইন্টারনেট ব্যবহার করে দিন দিন এগিয়ে যাচ্ছে। সেইসব দেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে এবং নিজেদেরকে আধুনিক হিসেবে প্রতিষ্ঠা করতে ডিজিটাল বাংলাদেশের বিকল্প নাই। বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছেন। এবং ইতোমধ্যে তা অনেকটাই সফল। বাংলাদেশ সম্পূর্ণরূপে ডিজিটাল বাংলাদেশে পরিণত হলে আমরা অনেক কাজ খুব সহজেই ঘরে বসে করতে পারবো। এতে আমাদের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে। যার সুফল আমরা ইতোমধ্যেই কিছুটা হলেও পেতে শুরু করেছি। এতে করে আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ উপকৃত হচ্ছে এবং হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার মূল চ্যালেঞ্জটি হচ্ছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ আর চাহিদা মতো বিদ্যুৎ সংযোগ। সরকার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য নানারকম কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতোমধ্যে বাংলাদেশের সকল অঞ্চল প্রায়  বিদ্যুতের আওতায় চলে এসেছে। এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের জন্য বিভিন্ন সমগ্রদেশকে ব্রডব্যান্ড সংযোগের আওতায় আনা হচ্ছে। এছাড়াও আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে হলে আমাদের যুব সমাজ তো বটেই পাশাপাশি সকল মানুষকে তথ্য প্রযুক্তির ব্যাবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে। তবেই নিশ্চিত হবে ডিজিটাল বাংলাদেশ। আর এর জন্য আমাদের সকলকে ডিজিটাল দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে হবে।


আরোও পড়ুন...


অনুচ্ছেদঃ পহেলা বৈশাখ  

অনুচ্ছেদঃ ইন্টারনেট 

অনুচ্ছেদঃ শিশুশ্রম

অনুচ্ছেদঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অনুচ্ছেদঃ বিজয় দিবস

অনুচ্ছেদঃ ডিজিটাল বাংলাদেশ

অনুচ্ছেদঃ শীতকাল

অনুচ্ছেদঃ সত্যবাদিতা 

অনুচ্ছেদঃ শীতের সকাল

অনুচ্ছেদঃ কোভিড-১৯ (করোনা ভাইরাস)


keyword: 

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ 2022

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ class 7

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ jsc

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ ssc

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ class 6

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ class 8

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ class 9

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ class 10

digital bangladesh onucched bangla

No comments:

Post a Comment

LIKE OUR FACEBOOK PAGE