www.rohossojal.blogspot.com |
আপনি নিশ্চয় অনলাইনে আয়ের কথা এতদিন অনেক
শুনেছেন। আজকে আপনার সাথে কিভাবে অনলাইন থেকে কোন কোন ওয়েবসাইট থেকে কত টাকা আর্ন
করা যায় তা নিয়ে কথা বলব। অনলাইন থেকে আয় করার ব্যাপারে আপনি যা শুনে এসেছেন
বিষয়টা তার থেকেও সহয শুধু আপনাকে যেই মাধ্যম থেকে আয় করতে চান তাদের নিয়মগুলো
মেনে চলতে হবে। আসলে নিয়ম মেনে না চললে জীবনে কখনোই সফল হওয়া যায়না। আপনি এই
কাজগুলো কে একটি গেম বা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন। একটি গেমের ক্ষেত্রে যেমন
পরের লেভেল থাকে ঠিক তেমনি আপনাকে শুধু প্রত্যেকটা লেভেল পুরন করতে হবে। এইখানে
লেভেল বলতে আপনার কাজকে বুঝাচ্ছি। এই প্ল্যাটফর্মে আপনার কখনো ডিমোশন হবেনা। যত
কাজ করবেন তত এগিয়ে যাবেন। আপনি হয়তো ভাবছেন আপনাকে সবসময় এইসব নিয়েই পড়ে থাকতে
হবে তাইতো ? বিষয়াটা কিন্তু
একদমই তাই নয়। আপনি যদি নিয়মিত খুব সামান্য সময় ব্যয় করেন তাহলেই এই প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার
থেকে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। শুধু আপনাকে রেগুলারিটি ধরে রাখতে হবে। খুব
বেশি নয় আপনি যদি প্রত্যেকদিন এক ঘন্টা সময় দেন তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে
পারবেনা। কিন্তু আপনাকে নিয়মিত হতে হবে। আপনি এই এক ঘন্টা প্রতিদিন অনেকে বাজে কাজ
করেই নষ্ট করেন। আর তাছাড়া আপনি এর মাধ্যমে অনেক কিছু শিখতে বা জানতেও পারবেন। তার
মানে হলো না এক কাজে দুই কাজ।তবে একটা কথা বিশেষভাবে বিলে রাখি এক্ষেত্রে আপনাকে
একটু ধর্যশীল হতে হবে নাহলে কোথাও গিয়েই সফল হতে পারবেন না। সেটা যেই কাজই হোক।
এইখানেও তার ব্যতিক্রম নয়। হয়তো প্রথম প্রথম আপনি সফলতা পাবেন না কিন্তু নিয়মিত
কাজ করলে সফল যে হবেনই তার নিশ্চয়তা আপনাকে আমি দিচ্ছি। আর অনেকেই প্রথমেই কিছুদিন
কাজ করে সফলতা না পেয়ে পিছু হটে আমি জানি আপনি সেটা করবেন না।
যাইহোক এখন আসা যাক আসল কথায় আপনি যেসব
প্ল্যাটফর্ম থেকে আয় করতে
পারবেন সেগুলো সম্পর্কে কিছু জানা যাক নাকি!
www.rohossojal.blogspot.com |
১।ফেসবুকঃ আপনি নিশ্চ্য় ফেসবুক ব্যবহার করেন।
এতে সন্দেহ নেই। আপনি কি জানেন এই ফেসবুক আপনার আয়েরউৎস হতে পারে। হ্যা ঠিকই
শুনেছেন এই ফেসবুক থেকেই আপনি আয় করতে পারেন হাজার হাজার টাকা। এর জন্য শুধু আপনার
একটা পেজ থাকতে হবে। আর আমাদের অনেকেরই পারসোনাল পেজ থাকে। আপনার পেজ নেই? তাতে কি খুলে
ফেলুন একটা পেজ মাত্র তো কয়েক মিনিটের ব্যাপার আর পেজ খুলতে তো টাকাও লাগেনা ল।
তাহলে চিন্তা কিসের রে ভাই যান আর বাজে সময় নষ্ট না করে ফেসবুকে একটা পেজ খুলে শুরু
করুন ফেসবুকের মাধ্যমে আপনার আয়ের রাস্তা।ফেসবুক থেকে অনেক ভাবেই আয় করা যায় যেটা
নিয়ে বিস্তারিত আরেকটি কোনো পোস্টে বলব।
www.rohossojal.blogspot.com |
২।গেমঃ আপনি নিশ্চয় গেম
খেলতে ভালোবাসেন? আরে ভাই গেম
পছিন্দ করেনা এমন মানুষ আছে নাকি?? কিন্তু আপনি কি
জানেন আপনি গেম খেলেও বেশ মোটা অংকের টাকা আয় করতে পারেন? কি মনে হচ্ছে বাজে বকছি নারে ভাই একটু খোজ নিয়ে
দেখেন না কত জনকেই পাবেন যারা গেম খেলে আয় করছে হাজার হাজার টাকা
আর এখন তো ফেসবুকেও কিছু গেম খেলা যায় যেগুলো লাইভ
স্ট্রিম করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন। উদাহরন হিসেবে
www.rohossojal.blogspot.com |
৩।ব্লগ বা ওয়েবসাইটঃ আপনি অনলাইনে ব্লগ বা ওয়েবসাইটের মাধ্যমেও
আয় করতে পারেন। কি ব্লগ!! ব্লগের কথা শুনেই চোখ কপালে উঠলো! যে ব্লগ খুলবো কিভাবে? আরে ভাই ব্লগ
খোলা কোনো বিষয়ই না। আপনি ইচ্ছা করলে মাত্র ১-২ ঘন্টা সময় দিলে একটা প্রফেশনাল ব্লগ
নিজেই খুলতে পারবেন। শুধু এর জন্য কষ্ট করে একবার গুগলে সার্চ করুন
"কিভাবে ফ্রি ব্লগ খুলবো" তাহলে হাজার হাজার টিউটরিয়াল পেয়ে যাবেন শুধু
কষ্ট করে ১ ঘন্টা একটু সময় দিন। কিন্তু এখন মনে হতেই পারে ব্লগ খুলে তাতে পোস্ট
দিবেন কি? আরে ভাই আপনি
যেই বিষয়ে জানেন সেইটার ওপরেই নিয়ম মেনে লিখতে থাকুন। সফল আপনি হবেনই।
www.rohossojal.blogspot.com |
৪।ইউটিউবঃ এখন ইউটিউব টাকা আয়ের একটি বেশ
জনপ্রিয় মাধ্যম। আপনি প্রতিদিন সামান্য কিছু সময় ব্যয় করলে এখান যে পরিমান টাকা আয় করা সম্ভব তা একটা ছোট খাটো
বিজনেসের চেয়ে কম কিছু নয় বরং অনেক বেশি শুধু আপনাকে নিয়মিত ইউটিউবের নিয়ম মেনে
ভিডিও বানিয়ে যেতে হবে। ব্যাস আপনার কাজ শেষ। এছাড়াও আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ জানলে তো
কথায় নেই। আপনার জন্য পুরো মার্কেট খোলা। আপনি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে প্রচুর
টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আরো অনেক উপায় আছে যার মাধ্যমে আপনি অনলাইন থেকে
মোটা অংকের টাকা আয় করতে পারবেন।
তাহলে যেকোনো একটি বেছে নিয়ে শুরু করে দিন আপনার অনলাইন ইনকাম।
আপনার quality পোস্টগুলির গুণমান দেখে আমি সত্যিই অবাক হয়েছি , আপনি সত্যই একজন প্রতিভা, আমি এই জাতীয় ব্লগের নিয়মিত পাঠক হতে পেরে নিজেকে ধন্য মনে করি...Mobile price bdস্যার দয়া করে একবার হলেও আমার সাইটটা ভিজিট করবেন |
ReplyDeleteসুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।আরও অনলাইনে থেকে আয় করার বিভিন্ন উপায় জেনে নিন
ReplyDelete