Breaking

About me

About me

মার সম্পর্কে 


WWW.ROHOSSOJAL.BLOGSPOT..COM







আমি রহস্য জালের মতো রহস্য হয়েই থাকতে চাই। বর্তমানে আমি ক্লাস ১২ এ ঢাকার বি এ এফ শাহীন কলেজের  একজন ছাত্র। সামনে এইচএসসি দিতে যাচ্ছি। আমার ব্লগ সম্পর্কে জ্ঞান খুবই সীমিত। তারপরেও ছোট্ট ছোট্ট ধাপ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।মূলত বলতে গেলে শখের বশেই ব্লগটি খুলে বসলাম। লিখালিখি করতে ভালোও লাগে। তার চেয়েও বড় নিজে কিছু জেনে অন্যদের মধ্যে সেইটা শেয়ার করার আনন্দ যে কতাটা সেইটা নিজে না করলে বুঝবেন না। আমি বিশ্বাস জ্ঞানেই মুক্তি জ্ঞানেই যুক্তি। তাই সেই বিশ্বাসের ছোট্ট একটি প্রচেষ্টা এটা বল্লেও ভুল হবে না। যাই হোক,  আমি আমার ব্লগটাকে দুই একটা টপিকের ওপর ধরে বেধে লিখতে মোটেও আগ্রহি নয়। তাই আমার ব্লগ অনেক বিষয়ের ওপর লেখা থাকবে। সবাই আশীর্বাদ করবেন লিখাটাকে যেন চালিয়ে যেতে পারি। আর আপনাদে যদি একটি লেখাও ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। কারণ আপনার এই একটি কথায় আমাকে আরো লিখতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।

No comments:

Post a Comment

LIKE OUR FACEBOOK PAGE