email writing format|email writing format pdf|email writing format for students
email writing format for students
আমরা আজকের এই পোস্টে email writing format নিয়ে আলোচনা করব। এবং কিভাবে একটি ইমেইল লিখতে হয় তার ফরমেট নিয়ে বিস্তারিত বলব। আশা করি এই পোস্টটি পড়ার পর আপনার আর email writing formate নিয়ে কখনো কোনো ঝামেলা হবেনা। কিন্তু তার আগে আমরা এই পোস্টে ইমেইল নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এটা (email writing rules) আপনাদের অনেক উপকারে আসবে। email writing format for students
মেইল: 'ইলেকট্রনিক মেইল (Electronic Mail) এর সংক্ষিপ্তরূপ হলো ইমেইল । ইন্টারনেটে মাধ্যমে ডিজিটাল মেসেজকে পাঠানো বা গ্রহনের পদ্ধতিই হলো ইমেইল । ইমেইলের মাধ্যমে আমরা খুব সহজেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে টেক্সট, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি মেসেজ পাঠাতে পারি। মেইলের মূলত ৩টি প্রধান অংশ থাকে। সেগুলো হলো (১) মেসেজ ইনভেলপ (২) মেসেজ হেডার (৩) মেসেজ বডি ।
মেসেজ হেডার Control Information দান করে। যেমন- যে মেসেজটি পাঠালে তার ইমেইল আসে, যাদের ইমেইলটি পাঠানো হবে তাদের ইমেইল অ্যাড্রেস, Subject header field এবং Message submission date,ইত্যাদি ।
email writing format pdf
রেমন্ড টমলিনসন (Raymond Tomlinson) ১৯৭১ সালে ইন্টারনেট based ইমেইল আবিস্কার করেন। অনেক প্রতিষ্ঠান ইন্টারনেটে বিনা মূল্যে এই সেবাটি দিয়ে থাকে। তারমধ্যে উল্লেখযগ্যো হলো গুগল মেইল (Google mail) বা জিমেইল (Gmail), ইয়াহু মেইল (Yahoo Mail), হট মেইল (Hot Mail) ইত্যাদি ।
tag:email writing format pdf,email writing format,email writing format for students,email writing for class 6,email writing for class 7,email writing rules,email writing samples
email writing format
ইমেইল পাঠানোর পদ্ধতি : আপনি যদি কাউকে ইমেইল পাঠাতে চান তাহলে অবশ্যই আপনার একটি ভেলিড ইমেইল আড্রেস থাকতে হবে । আর এটি পেতে প্রথমেই আপনাকে পছন্দের যে কোন একটি ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠানের ওয়েব সাইটে প্রবেশ করতে হবে । Sign Up অপশনে ক্লিক করে তাদের নির্দেশনা অনুসারে একটি Registration Form পূরণ করতে হবে । তাহলে আপনি একটি ভেলিড ইমেইল অ্যাড্রেস পাবেন। এই ইমেইল অ্যাড্রেসের সাথে একটি পাসওয়ার্ড থাকবে । ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি যত্নসহকারে মনে রাখতে হবে। কারণ আপনি যতবারই অন্যকে ইমেইল পাঠাতে যাবেন কিংবা অন্যের ইমেইল গ্রহণ করবেন ততবারই এই দুটির প্রয়োজন হবে। |আমরা আমাদের মোবাইল ফোন ব্যবহার করে যেভাবে অন্যকে মেসেজ পাঠাই ঠিক ইমেইল পাঠানোর ক্ষেত্রেও অনেকটা একই রকম। সম্পূর্ণ প্রক্রিয়াটি দেওয়া হলো ।
প্রথমেই আপনাকে আপনার ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠানের ওয়েব সাইটে প্রবেশ করে Log In অপশনে ক্লিক করে ইমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ডটি টাইপ করে OK বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনি Compose Mall, Inbox, Sent Mail, Drfit ইত্যাদি সম্বলিত একটি পেজ পাবেন। সেই পেজের Compose Mail বাটনে ক্লিক করতে হবে। এখন যাকে মেসেজটি পাঠাতে চার To ফিল্ডে তার ইমেইল অ্যাড্রেসটি টাইপ করতে হবে। Sub ফিল্ডে পছন্দের একটি Subject টাইপ করতে হবে এরপর নিচের অংশটিতে নিজের প্রয়োজনীয় টেক্সট টাইপ করে Send বাটনে ক্লিক করলেই মেসেজটি কাঙ্খিত ব্যাক্তির নিকট Send হয়ে যাবে।
যদি আপনি অন্যের পাঠানো মেসেজ পড়তে চান তাহলে Inbox বাটনে ক্লিক করতে হবে। তাহলে যারা যারা আপনাকে ইমেইল পাঠিয়েছে তাদের পাঠানো ইমেইল লিস্ট দেখতে পাবেন। এখান থেকে পছন্দের ইমেইলটিতে ক্লিক করে সেটি সহজেই পড়তে পারবেন।
email writing format |
No comments:
Post a Comment