Breaking

Monday, 20 May 2019

ঝালাই করুন আপনার সাধারন জ্ঞান (২)





সাধারন জ্ঞান অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা আমাদের চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেক পরীক্ষাতে তো লাগেই পাশাপাশি বাস্তব জীবনে অনেক কাজেও লাগে এই সাধারণ জ্ঞান। তাই ঠিক করেছি এখন থেকে নিয়মিত বেশ কিছু সাধারণ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই চলুন শুরু করা যাক।



চাকরির প্রস্তুতি,সাধারণ জ্ঞান,দুদকের প্রশ্ন সমাধান,চাকরির পরীক্ষা,দুদকের প্রশ্ন,ইংরেজি প্রশ্ন,সরকারি চাকরির প্রস্তুতি,চাকুরীর পরীক্ষা,চাকরির নিয়োগ,চাকরি পরীক্ষা
www.rohossojal.com


১।বিজ্ঞানীদের আবিষ্কৃত পৃথিবী সদৃশ গ্রহের নাম কি
?
উত্তরঃ কেপলার-৭৮ বি

২।বিশ্বের সবচেয়ে প্রাচীনতম মন্দির কোনটি?
উত্তরঃ "স্বয়ম্ভুনাথ মন্দির" এটি নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।

৩।রোহিংগারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হন কত সালে?
উত্তরঃ ১৯৮২ সালে। মিয়ানমারের নাগরিকত্ব আইনের মাধ্যমে।

৪।কোন দেশ ২০১৯ সালের মধ্যে মহাকাশে সামরিক বাহিনি পাঠানোর ঘোষনা দেয়?
উত্তরঃ জাপান

৫।সার্কভুক্ত দেশ গুলোর মধ্যে সর্বাধিক জন্মহার কোন দেশে?
উত্তরঃ আফগানিস্তান

৬। সার্কভুক্ত দেশ গুলোর মধ্যে সর্বানিম্ন জন্মহার কোন দেশে?
উত্তরঃ শ্রীলঙ্কা

৭।২০১৭ এর রিপোর্ট অনুযায়ী সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তরঃ নরওয়ে

৮।২০১৭ এর রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি গনমাধ্যমের স্বাধীনতা রয়েছে কোন দেশের?
উত্তরঃ নরওয়ে

৯।সামরিক শক্তি সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?
উত্তরঃ গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)

১০।পৃথিবীর অপর নাম কী?
উত্তরঃ বিশ্ব বা নীলগ্রহ

১১।পৃথিবীর আনুমানিক বয়স কত?
উত্তরঃ ৪.৫৪ বিলিয়ন বা ৪৫৪ কোটি বছর

১২।পৃথিবীর সর্বাধিক জনবহুল শহরের নাম কি?
উত্তরঃ টোকিও (জাপান)

১৩।পৃথিবীর কোন দুইটি দেশ দুইটি মহাদেশে অবস্থিত?
উত্তরঃ রাশিয়া ও তুরস্ক

১৪।দুইটি মহাদেশের মধ্যে কোন শহর অবস্থিত?
উত্তরঃ ইস্তাম্বুল (তুরস্ক)

১৫। বিশ্বের প্রাচীনতম ভাষা কোনটি?
উত্তরঃ হিব্রু ভাষা

১৬।ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদের নাম কি?

উত্তরঃ এলিসি প্রাসাদ

এইরকম আরো প্রশ্ন পেতে এইখানে ক্লিক করুন

For english GK click here

১৭।কোন দেশের সৈন্যদেরে পুলু বলা হয়?

উওরঃ ফ্রান্সের সৈন্যদের

১৮।বিখ্যাত ল্যুভর জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তরঃ প্যারিস,ফ্রান্স

১৯।বাস্তিল দুর্গ কোথায় অবস্থিত?

উত্তরঃ ফ্রান্সের কারাগারে

২০। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?

উত্তরঃ নেপোলিয়ান বেনাপারটকে

২১।এলিসি প্রাসাদে কে সর্ব প্রথমক বসবাস শুরু করেন?

উত্তরঃ নেপোলিয়ান

২২।কাকে ফ্রান্সে লৌহ মানবী বলা হয়?

উত্তরঃ মিশেল আলিওমারিকে

২৩।কে ফ্রান্সের  সূর্য রাজা হিসেবে খ্যাত?

উত্তরঃ চতুর্দশ লুই

২৪।ইউরোপের সবচেয়ে ব্য্যবহুল রণতরীর নাম কি?

উত্তরঃ চার্লস দ্য গল

২৫।ইউরোপের ককপিট বলা হয় কোন দেস্কে?

উত্তরঃ বেলজিয়াম

২৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার স্টেত বলে খ্যাত দেশ কোনটি?

উত্তরঃ বেলজিয়াম

২৭।ইউরোপিয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ বেলজিয়ামে

২৮।শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়েছিল?

উত্তরঃ ইংল্যান্ডে

২৯।ইন্ডিয়া হাউস কোথায়া অবস্থিত?

উত্তরঃ লন্ডন

৩০।পান্নার দ্বীপ বলা হয় কোন দেশকে?

উত্তরঃ আয়ারল্যান্ডকে

এইরকম আরো প্রশ্ন পেতে এইখানে ক্লিক করুন

For english GK click here


৩১।আয়ারল্যান্ডের প্রথম নাম কি?

উত্তরঃ আইরিশ ফ্রি স্টেট

৩২।পটেটো দুর্ভিক্ষ হয়েছিল কোন দেশে?

উত্তরঃ আয়ারল্যান্ডে

৩৩।ইউক্রেনের প্রেসিডেন্ট প্রাসাদের নাম কি?

উত্তরঃ ম্যারিয়ানস্কাই প্যালেস

৩৪। অরেঞ্জ বিপ্লব সংগঠিত হয় কত সালে?

উত্তরঃ ২০০৪ সালে (ইউক্রেনে)

৩৫।বিশ্বের বৃহত্তম (আয়তনে) দেশ কোনটি?

উত্তরঃ রাশিয়া

৩৬।বিশ্বের সর্বাধিক সীমান্তের দেশ কোনটি?

উত্তরঃ রাশিয়া

এইরকম আরো প্রশ্ন পেতে এইখানে ক্লিক করুন

For english GK click here


৩৭।সুইজারল্যান্ডের কোন নগরি ঘড়ি শিল্পের জন্য বিখ্যাত?

উত্তরঃ জেনেভা নগরী

৩৮।নিরপেক্ষ দেশ বলা হয় কোন দেশকে?

উত্তরঃ সুইজারল্যান্ড

৩৯। কোন দেশের মন্ত্রিরা প্লাক্রমে রাষত্রপতির দায়িত্ব পালন করেন?

উত্তরঃ সুইজারল্যান্ড

৪০।পৃথিবীতে রাজপুত্র রাজ্য হিসেবে পরিচিত দেশ কোনটি?

উত্তরঃ লিচেনস্টাইন

এইরকম আরো প্রশ্ন পেতে এইখানে ক্লিক করুন

For english GK click here


৪১।বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র  জার্মান ভাষী রাষ্ট্রের নাম কি?

উত্তরঃ লিচেনস্টাইন

৪২।পূর্বে ডয়েচল্যান্ড বলা হতো কোন দেশকে?

উত্তরঃ জার্মানি

৪৩।আধুনিক জার্মানির জনকের নাম কি?

উত্তরঃ বিসমার্ক

৪৪।নাৎসি আন্দোলন প্রথম শুরু হয় কোন শহর থেকে?

উত্তরঃ মিউনিখ শহর থেকে

৪৫।প্রথম পোস্টকার্ড চালু হয় কোন দেশে?

উত্তরঃ অস্ট্রিয়া

৪৬।এডলফ হিটলারের জন্মস্থান কোথায়?

উত্তরঃ অস্ট্রিয়ায়

৪৭।পৃথিবীর শেষ পোপীয় রাষ্ট্রের নাম কি?

উত্তরঃ ভ্যাটিকান সিটি

৪৮।হোলি সি কোথায় অবস্থিত?

উত্ত্রঃ ভ্যাটিকান সিটি

৪৯।কোন দেশে সবচেয়ে জনঘনত্ব বেশি?

উত্তরঃ মোনাকো

৫০।সার্বিয়া থেকে পৃথক হওয়া সরবশেষ রাষ্ট্রের নাম কি?

উত্তরঃ কসোভো

 





No comments:

Post a Comment

LIKE OUR FACEBOOK PAGE