Breaking

Wednesday, 22 May 2019

ঝালাই করুন আপনার সাধারন জ্ঞান (৩)





www.rohossojal.blogspot.com
সাধারণ জ্ঞান

সাধারন জ্ঞান অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা আমাদের চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেক পরীক্ষাতে তো লাগেই পাশাপাশি বাস্তব জীবনে অনেক কাজেও লাগে এই সাধারণ জ্ঞান। তাই ঠিক করেছি এখন থেকে নিয়মিত বেশ কিছু সাধারণ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রতিদিন পর্ব ভিত্তিক দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই চলুন শুরু করা যাক।




১।পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র বলা হয় কোন দেশকে?
উত্তরঃ অস্ট্রেলিয়া

২।পৃথিবীর প্রায় অর্ধেক কফি উৎপন্ন হয় কোথায়?
উত্তরঃ ব্রাজিলে

৩।এশিয়ার অপহরণের দেশ বলা হয় কাকে?
উত্তরঃ ফিলিপাইন

৪।আফ্রিকার সিং বলা হয় কাকে?
উত্তরঃ ইথিওপিয়া

৫।ইউরোপের বুট বলা হয় কোন দেশকে?
উত্তরঃ ইতালি

৬।বিশ্বে সর্ব প্রথম লোগো প্রস্তুত হয় কোন দেশে?
উত্তরঃ ডেনমার্ক

৭।গনতন্ত্রের আঁতুড়ঘর বলা হয় কোন দেশকে?
উত্তরঃ গ্রিস

৮।ভেনিস অফ দ্যা নর্থ বলা হয় কাকে?
উত্তরঃসুইডেনের রাজধানী স্টকহোমকে

৯।পৃথিবীর প্রথম কল্যান ট্রাস্ট কোনটি?
উত্তরঃ সুইডেন

১০।পূর্বে কোন দেশটি ব্রহ্মদেশ নামে পরিচিত ছিল?
উত্তরঃমায়ানমার

১১।মধ্য এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে খ্যাত রাষ্ট্র কোনটি?
উত্তরঃ কিরগিজস্তান

১২।মধ্য এশিয়ার সর্ব বৃহৎ প্রজাতন্ত্র কোনটি?
উত্তরঃ কাজাখস্তান

১৩।বিশ্বের সর্ব বৃহৎ সাহায্য দাতা দেশ কোনটি?
উত্তরঃ জাপান

১৪।বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নাই?
উত্তরঃ ইসরাইল

১৫।পূর্বে শ্যাম দেশ নামে পরিচিত ছিল কোন দেশ?
উত্তরঃ থাইল্যান্ড

১৬।বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষার নাম কি?

উত্তরঃ হিব্রু ভাষা।বর্তমানে এটি ইসরাইলের রাষ্ট্রভাষা

১৭।বিশ্বের সবচেয়ে জাতিবহুল দেশ কোনটি?

উত্তরঃ ভারত

১৮।বেলারুশের রাজধানীর নাম কি?

উত্তরঃমিনস্ক

১৯।সাবেক সোভিয়েত ইউনিয়ঙ্কে ভেঙ্গে কয়টি রাষ্ট্রে পরিনত করা হয়েছিল?

উত্তরঃ ৬ টি

২০।পপি উৎপাদনকারী দেশ মায়ানমার,থায়ল্যান্ড ও লাওস কি নামে পরিচিত?

উত্তরঃ গোল্ডেন ট্রায়াঙ্গেল

২১।কিরিবাতি দেশটি কোণ মহাদেশে অবস্থিত?

উত্তরঃ ওশেনিয়া

২২।ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত?

উত্তরঃ ইউরোপ

২৩।আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তরঃ ভ্যাটিকান সিটি

২৪।বছরে নয় মাস বরফে আচ্ছন্ন থাকে এশিয়ার কোন উপকূল?

উত্তরঃ উত্তর

২৫।বিশ্বের কতভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে?

উত্তরঃ ৬০ ভাগ

২৬। এশিয়ার বৃহত্তম নদী কোনটি?

উত্তরঃ ইয়াংসিকিয়াং

২৭।মরিশাস কোন মহাদেশে অবস্থিত?

উত্তরঃ আফ্রিকা

২৮। বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় কোন মহাদেশকে?

উত্তরঃ আফ্রিকা

২৯।হন্ডুরাস দেশটি কোথায় অবস্থিত?

উত্তরঃমধ্য আমেরিকায়

৩০।চির বসন্তের নগরি হিসেবে খ্যাত ‘কিটো’ কোন মহাদেশে অবস্থিত?

উত্তরঃ দক্ষিন আমেরিকা

৩১।আফগানিস্তান,পাকিস্তান আর ইরানের মধ্যে অবস্থিত আফিম উৎপাদনকারি দেশ সমূহ কি নামে পরিচিত?

উত্তরঃ গোল্ডেন ক্রিসেন্ট

৩২।ইস্ট এশিয়ান মিরাকল বলতে কয়টি দেশকে বোঝায়?

উত্তরঃ ৮ টি

৩৩। কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত?

উত্তরঃ ১৮ টি

৩৪। মাদকদ্রব্য ও চোরাচালানের জন্য সবচেয়ে আলোচিত ল্যাটিন আমেরিকার কোন দেশ?

উত্তরঃ কলম্বিয়া

৩৫।কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ত স্টেটস কত সালে গঠিত হয়?

উত্তরঃ১৯৯১ সালে

৩৬।কুইল্যান্দ কোন মহাদেশে অবস্থিত?

উত্তরঃ ওশেনিয়া

৩৭।এলিস দ্বিপপুঞ্জের বর্তমান নাম কি?

উত্তরঃ টুভ্যালু

৩৮।বিশ্বের কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার পায়?

উত্তরঃ নিউজিল্যান্ড

৩৯।মাইক্রোনেশিয়ার কোন দেশটি শিলামুদ্রার দেশ হিসেবে খ্যাত?

উত্তরঃ ইয়াপ

৪০।ফিজির অধিকাংশ জনগণ কোন দেশের অন্তর্ভুক্ত?

উত্তরঃ ভারত

৪১।কোন দেশে ভোট প্রদান বাধ্যতামূলক?

উত্তরঃ অস্ট্রেলিয়া

৪২।ভানুয়াতুর মুদ্রার নাম কি?

উত্তরঃ ভাতু

৪৩।টোঙ্গার রাজধানির নাম কি?

উত্তরঃ নকুয়ালোফা

৪৪।গ্রেট বেরিয়ার রীফ কোন দেশের অন্তর্ভুক্ত?

উত্তরঃ অস্ট্রেলিয়া

৪৫।পার্থ শহরটি কোন দেশের?

উত্তরঃ অস্ট্রেলিয়া

৪৬। কুইন্সল্যান্ড প্রদেশটি কোন দেশে অবস্থিত?

উত্তরঃ অস্ট্রেলিয়া

৪৭।অকল্যান্ড কোন দেশের বিখ্যাত দ্বীপ?

উত্তরঃ নিউজিল্যান্ড

৪৮।নিউজিল্যান্ডের আদি অধিবাসীদের নাম কি?

উত্তরঃ কিউই

৪৯।ফিজির অবস্থান কোন সাগরে?

উত্তরঃ প্রশান্ত মহাসাগর

৫০।বিশ্বের বৃহত্তম প্রবাল পাচীরের নাম কি?

উত্তরঃ গ্রেট ব্যরিয়ার রিফ

 

 

এইরকম আরো জিকে, জেনারেল নলেজ বা সাধারন জ্ঞান পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

No comments:

Post a Comment

LIKE OUR FACEBOOK PAGE