চাকরি, ভর্তি, বিসিএস,admission এর জন্য সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী (১)
www.rohossojal.blogspot.com সাধারন জ্ঞান |
সাধারন জ্ঞান অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা আমাদের চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেক পরীক্ষাতে তো লাগেই পাশাপাশি বাস্তব জীবনে অনেক কাজেও লাগে এই সাধারণ জ্ঞান। তাই ঠিক করেছি এখন থেকে নিয়মিত বেশ কিছু সাধারণ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই চলুন শুরু করা যাক।
১।বিশ্বের সবচেয়ে আয়তনে বড় দেশ কোনটি ?
উত্তরঃ রাশিয়া। এর আয়তন ১৭,০৭৫,৪০০ বর্গকিলোমিটার (৬,৫৯২,৮০০ বর্গমাইল)।
২। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতি দল কোনটি?
উত্তরঃ বিজেপি ( ভারতীয় জনতা পার্টি )
৩।বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি?
উত্তরঃভারত
৪।বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
উত্তরঃ গণচীন
৫.বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি?
উত্তরঃ এশিয়া মহাদেশ। আয়ত ৪৪৫৭৯০০০ বর্গ কিলোমিটার বা ১৭২১২০৪৮ বর্গ মাইল।
.৬।বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা কোন মহাদেশে?
উত্তরঃ এশিয়া। বিশ্বের মোট জনসংখ্যার ৬০% অধিক মানুষ এশিয়াতে বাস করে।
৭। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি?
উত্তরঃসাহারা মরুভূমি। এটি আফ্রিকায় অবস্থিত। এর আয়তন ৯১০০০০০ বর্গ কিলোমিটার
৮।বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত (উচ্চতায়) কোনটি?
উত্তরঃ অ্যাঞ্জেল ফলস। এর উচ্চতা ৯৭৯ মিটার বা ৩২১২ ফুট।
৯। বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত (আয়তনে) কোনটি?
উত্তরঃনায়াগ্রা জলপ্রপাত।
১০।পৃথিবীর সবচেয়ে বড় সাগর (আয়তন) কোনটি?
উত্তরঃ দক্ষিন চীন সাগর। আয়তন ২৯৭৪৬০০ বর্গ কিলোমিটার।
১১। পৃথিবীর সবচেয়ে বড় সাগর (গভীরতায়) কোনটি?
উত্তরঃক্যরিবিয়ান সাগর
১২।আয়তন ও গভীরতায় পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।
১৩।পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি?
উত্তরঃমারিয়ানা ট্রেঞ্জ ১০৯২৪
১৪।এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রবন্দ্র কোনটি?
উত্তরঃ হংকং বন্দর
১৫। ইউরোপের সবচেয়ে বড় সমুদ্রবন্দ্র কোনটি?
উত্তরঃ ডুইসবারগ বন্দর। (জার্মানি)
১৬। সভ্যতার সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে?
উত্তরঃ সুমেরীয়
১৭।মানুষ সর্বপ্রথম কোন ধরণের ধাতু ব্যবহার করেছিল?
উত্তরঃ তামা
১৮।ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
উত্তরঃ তুরস্ক
১৯।জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে কম ঘনত্বের দেশের নাম কি?
উত্তরঃ মংগোলিয়া
২০।সবচেয়ে কম মৃত্যুর হার কোন দেশের?
উত্তরঃ কাতার
২১।আফ্রিদি উপজাতি কোন দেশের?
উত্তরঃ পাকিস্তান
২২।কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি?
উত্তরঃ আফ্রিকা
২৩। সবচেয়ে জনবহুল শহরের নাম কি?
উত্তরঃ টোকিও বৃদ্ধির হার সবচেয়ে বেশি?
উত্তরঃ আফ্রিকা
আরো সাধারণ জ্ঞান পেতে এইখানে ক্লিক করুন
২৪।পৃথিবীর সবচেয়ে
বড় মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ
কম্বোডিয়া
২৫। কম্বোডীয়া
ইতিহাসে কি নামে পরিচিত?
উত্তরঃ
কম্পুচিয়া
২৬। এশিয়ার
একমাত্র সুলতান শাস৫ত দেশের নাম কি?
উত্তরঃ ব্রুনাই
২৭।দক্ষিণ-পূর্ব
এশিয়ার আইন্সভা বিহিন দেশ কোনটি?
উত্তরঃ
ব্রুনাই
২৮।এশিয়ার
বৃহত্তম দ্বীপের নাম কি?
উত্তরঃ বোর্নিও, ইন্দোনেশিয়া
২৯। জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
উত্তরঃ ইন্দোনেশিয়া
৩০।মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম কি?
উত্তরঃ মেঘবতী সুকর্ণপুত্রী
৩১।ভিয়েত্নাম কবে চীনের শাসন থেকে মুক্ত হয়?
উত্তরঃ ১৯৩৯ সালে
আরো সাধারণ জ্ঞান পেতে এইখানে ক্লিক করুন
৩২।থাইল্যান্ড শব্দের অর্থ কি?
উত্তরঃ স্বাধীন ভূমি
৩৩।কোনবিশ্বের প্রথম নারকেল তেলের ফুয়েল স্টেশন নির্মিত হয় কোন
দেশে?
উত্তরঃ থাইল্যান্ডে
৩৪। পূর্বে ব্রহ্মদেশ নামে পরিচিত ছিল কোন দেশ?
উত্তরঃ মায়ানমার।
৩৫। সোনালি প্যাগোডার দেশ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ মায়ানমার
৩৬।শ্রীলংকার পূর্ব নাম কি?
উত্তরঃ সিংহল
৩৭। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ শ্রীমাভো বন্দরনায়েকে
আরো সাধারণ জ্ঞান পেতে এইখানে ক্লিক করুন
৩৮।দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশেরত নাম কি?
উত্তরঃ আফগানিস্তান
৩৯।এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম কি?
উত্তরঃ মালদ্বীপ
৪০।বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশের নাম কি?
উত্তরঃ ভুটান
৪১।বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ ভুটান
৪২।তক্ষশীলা কোণ দেশে অবস্থিত?
উত্তরঃ পাকিস্তান
৪৩।সাংবিধানিকভাবে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্রের নাম কি?
উত্তরঃ শ্রীলঙ্কা
৪৪। বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের নাম কি?
উত্তরঃ ইজরাইল
৪৫।সমুদ্রপথে প্রথম বিশ্ব ভ্রুমণ করেন কে?
উত্তরঃ ফারডিনাল্ড ম্যাগেলান
No comments:
Post a Comment