Breaking

Friday, 24 May 2019

May 24, 2019

সাধারণ জ্ঞান। চাকরির পরীক্ষা ,ভর্তি পরীক্ষা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি (৪)

ঝালাই করুন আপনার সাধারন জ্ঞান (৪)

 সাধারন জ্ঞান প্রশ্ন,  সাধারন জ্ঞান ২০২০,  সাধারন জ্ঞান কুইজ
general knowledge,general knowledge quiz,knowledge,general knowledge 2020,cdl general knowledge exam,pass cdl general knowledge,basic general knowledge,kids general knowledge quiz,general knowledge questions and answers,general,kids general knowledge,general knowledge test,hindi general knowledge,india general knowledge,general knowledge india,simple general knowledge
ভারত সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর।general knowledge,general knowledge quiz,knowledge,general knowledge 2020,cdl general knowledge exam,pass cdl general knowledge,basic general knowledge,kids general knowledge quiz,general knowledge questions and answers,general,kids general knowledge,general knowledge test,hindi general knowledge,india general knowledge,general knowledge india,simple general knowledge

 

সাধারন জ্ঞান অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা আমাদের চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেক পরীক্ষাতে তো লাগেই পাশাপাশি বাস্তব জীবনে অনেক কাজেও লাগে এই সাধারণ জ্ঞান। তাই ঠিক করেছি এখন থেকে নিয়মিত বেশ কিছু সাধারণ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন।আজকে আমরা ভারত সম্পর্কে কিছু জানব। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই চলুন শুরু করা যাক।




১। ভারতের পাঞ্জাব রাজ্যে শিখদের রাজনৈতিক দলের নাম কি?
উত্তরঃ আকালী
২।ভারত স্বাধীনতা লাভ করে কবে?
উত্তরঃ ১৫ আগস্ট ১৯৪৭
৩।জাতিবহুল ও ভাষাবহুল দেশ কোনটি?
উত্তরঃ ভারত
৪।ভারতের মোট রাজ্যের সংখ্যা কয়টি?
উত্তরঃ২৯
৫।কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৭ সালে
৬।ভারতের সর্বশেষ রাজ্য কোনটি?
উত্তরঃ তেলেঙ্গানা
৭।পৃথিবীর সবচেয়ে  বৃষ্টি বহুল স্থান কোথায়?
উত্তরঃ মৌসিনরাম ( ভারতের মেঘালয়ে)
৮।ভারতের জাতীয় ফুলের নাম কি?
উত্তরঃ পদ্ম
৯।ভারতের কেন্দ্র শাসিত রাজ্য কয়টি?
উত্তরঃ ৭টি
১০।ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?
উত্তরঃ মুম্বাই
১১।ভারতের বৃহত্তম শহরের নাম কি?
উত্তরঃ কলকাতা
১২।ভারতের লোকসভার প্রথম নারী স্পিকারের নাম কি?
উত্তরঃ মীরা কুমার
১৩।ভারতের জাতীর জনক কে?
উত্তরঃ মহাত্মা গান্ধী
১৪।ভারতের প্রজাতন্ত্র ঘোষিত হয় কবে?
উত্তরঃ২৬ জানুয়ারি ১৯৫০ সালে
১৫।ভারত প্রথম পারমানবিক বিস্ফোরণ ঘটায় কোথায়?
উত্তরঃ রাজস্থানের পোখরানে
১৬।ভারত কবে পারমানবিক বিস্ফোরণ ঘটায়?
উত্তরঃ ১৮ মে ১৯৭৪ সালে
১৭।ভারতের সরকারি বাসভবনের নাম কি?
উত্তরঃ নিরাপদ ভবন/পঞ্চবটি
১৮। বর্তমান বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল কোন দেশের?
উত্তরঃ ভারতের বিজেপি
১৯।কোন দেশের জাতির জনক কখোনো প্রধানমন্ত্রী হননি?
উত্তরঃ ভারতের মহাত্মা গান্ধী
২০। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি?
উত্তরঃ রাজ্যসভা

২১। ভারতের সাংবিধানিক ভাষা কয়টি?

উত্তরঃ২২টি। তবে ২০০ এর অধিক ভাষা প্রচলিত।

২২।গ্যাংটক কোথায় অবস্থিত?

উত্তরঃভারতের সিকিম রাজ্যে।

২৩।ভারতের বৃহত্তম শহর কোনটি?

উত্তরঃকলকাতা

২৪।রাজপ্রাসাদের শহর বলা হয় কোন শহরকে?

উত্তরঃকলকাতা

২৫।হিমালয় উদ্যান বলা হয় কোন জায়গাকে?

উত্তরঃ ভারতের সিকিম রাজ্যকে

২৬।মাদার তেরেসা কবে কলকাতায় আসেন?

উত্তরঃ১৯২৮ সালে

২৭।ভারতের কোন প্রদেশকে চীন তাদের একাংশ বলে দাবি করে?

উত্তরঃ অরুণাচল

২৮।চীন-ভারত সীমান্ত যুদ্ধ হয় কত সালে?

উত্তরঃ১৯৬২ সালে

২৯।২৮।চীন-ভারত সীমান্ত যুদ্ধ কোথায় হয়?

উত্তরঃ লাদাখে

৩০।জাতিসংঘের প্রথম নারী সভানেত্রী কে?

উত্তরঃভারতের বিজয়লক্ষী পন্ডীত।

৩১।ভারতের দীর্ঘতম নদী কোনটি?

উত্তরঃগঙ্গা

৩২।ভারতের কোন শহরকে প্রবেশ দ্বার বলা হয়?

উত্তরঃমুম্বাই

৩৩।মালাবর হিল কোথায় অবস্থিত?

উত্তরঃ মুম্বাই

৩৪।সিয়াচেন হিম্বাহ কোথায় অবস্থিত?

উত্তরঃকাশ্মীর

৩৫।আকসাই চীন মহাসড়ক অবস্থিত কোথায়?

উত্তরঃকাশ্মিরে

৩৬।ভারতের রাজ্যগুলোর পার্লামেন্ট নাম কি?

উত্তরঃবিধান সভা

৩৭।ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতির নাম কি?

উত্তরঃড. জাকির হোসেন (৩য় রাষ্ট্রপতি)

৩৮।ভারতের তৃতীয় মুসলিম রাষ্ট্রপতি কে?

উত্তরঃ এপিজে আবদুল কালাম

৩৯।এপিজে আবদুল কালামের উপাধি কি ছিল?

উত্তরঃ মিসাইল ম্যান

৪০।এপিজে আবদুল কালাম পেশায় কিছিলেন?

উত্তরঃ পরমাণু বিজ্ঞানী

৪১।ভারতে এ পর্যন্ত নারী মুখ্যমন্ত্রী হয়েছেন কতজন?

উত্তরঃ ১৬ জন

৪২। ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃউত্তরপ্রদেশের সুচেতা কৃপালানি

৪৩।ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ জহরলাল নেহেরু

৪৪।ভারতের প্রথম নারী প্রেসিডেন্ট কে ছিলেন?

উত্তরঃপ্রতিভা পাতিল

৪৫।ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তরঃ প্রণব মুখোপাধ্যায়

৪৬।ভারতের প্রজাতন্ত্র ঘোষিত হয় কবে?

উত্তরঃ১৯৫০ সালে

৪৭।৭ সিস্টার কোন দেশে অবস্থিত?

উত্তরঃ ভারতে

৪৮।তাজমহল কোন শতাব্দিতে তৈরি হয়?

উত্তরঃসপ্তদশ

৪৯।ভারতের কমান্ডো বাহিনির নাম কি?

উত্তরঃ ব্লাক ক্যাট

৫০।টাইগার হিল কোথায় অবস্থিত?

উত্তরঃ দার্জিলিং 



Thursday, 23 May 2019

May 23, 2019

Short Question for Job and Admission, Gk, General knowldge about USA

Short Question for Job and Admission


general knowledge,usa,usa general knowledge,general knowledge questions and answers,world general knowledge usa,general knowledge quiz,us general knowledge,uk general knowledge,general knowledge questions,kids general knowledge,fun general knowledge quiz,usa knowledge,basic general knowledge,kids general knowledge quiz,india general knowledge




General knowledge is important for for everything in present situation. It is very essential for job, admission or other. After thinking its importance, we will try to publish some short question and it’s answer regularly. Which is help you to achieve knowledge. We hope you will stay with us and help us.Today we will publish some short question about USA. Let’s start

.

 

1.What is the popular name of Strategic Defense Initiative (SDI) which is declared by American president Ronald Reagan?
Ans: Star Wars

2.When America declared their independent?
Ans: 4th July 1776

3.Who is the hero of Revolutionary war of America?
Ans: John F. Kennedy

4.Which is the national day of USA?
Ans: 4th July

5.Which country help indirectly at liberation war of USA?
Ans: France

6.Which country gifted statue of liberty for America?
Ans: France

7.Statue of liberty is situated___
Ans: New York

8.How many states in USA?
Ans: 50

9.Which state has more population in USA?
Ans: California

10.Which is  the largest state in USA?
Ans: Alaska

11.Which state America bought from France?
Ans: Louisiana

12.How many vote in electoral collage in USA?
Ans: 538

13.How many electoral vote needed for making USA president?
Ans: 270

14.What is the symbol of American Democrat Party?
Ans: Ass

15.Where is situated White House?
Ans: washington

16.Where is the largest electoral vote in USA?

Ans: California

17.What is the name of first black forgein minister in USA?

Ans: Condoleezza Rice

18. What is the name of first black president USA?

Ans:  Barack Obama

19.When first civil war happened in USA?

Ans: 1861 to 1965

20. What is the name of government house in USA?

Ans: White House

21.When white house brunt by British?

Ans:1814

22.What is the name of forgein minister’s title in USA?

Ans: Sceretary of of state

23. What is the name of space agency of USA?

Ans: NASA (National Aeronautics and Space Administration)

24. How many times has the American flag been changed?

Ans: 26 times

25. Why does the American flag have 13 stripes?

Ans: Because the thirteen stripes symbolize the thirteen British colonies that gained independence from Great Britain in 1776 and were the founding states of the US.

26.  how many staras on USA flag?

Ans: 50 stars

27.Where is the statue of liberty located?

Ans: USA, New York

28. Where is Ground zero located?

Ans: New York,USA

29.With malice towards none; with charity for all; with firmaness to the right as good gives us to see the right- who said that?

Ans: Abraham Lincoln

30.”You may some of the people some of the time, you can even fool some of the people all the time, but you cannot fool all the people all the time”-who said that?

Ans: Abraham Lincoln

31.The ballot is stronger than bullet- who said that?

Ans: Abraham Lincoln

32.Democracy is the government of the people,by the people,for the people-who said that?

Ans: Abraham Lincoln

33.How tall was the American world Trade Center?

Ans:110 stories.

34.Which US president visited Dhaka?

Ans: Bill Clinton

35.In which city was Martin Luther King assassinated in 1968?

Ans: Memphis

 

 

 

 


Wednesday, 22 May 2019

May 22, 2019

সাধারণ জ্ঞান। চাকরির পরীক্ষা ,ভর্তি পরীক্ষা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি (৩)

ঝালাই করুন আপনার সাধারন জ্ঞান (৩)





www.rohossojal.blogspot.com
সাধারণ জ্ঞান

সাধারন জ্ঞান অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা আমাদের চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেক পরীক্ষাতে তো লাগেই পাশাপাশি বাস্তব জীবনে অনেক কাজেও লাগে এই সাধারণ জ্ঞান। তাই ঠিক করেছি এখন থেকে নিয়মিত বেশ কিছু সাধারণ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রতিদিন পর্ব ভিত্তিক দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই চলুন শুরু করা যাক।




১।পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র বলা হয় কোন দেশকে?
উত্তরঃ অস্ট্রেলিয়া

২।পৃথিবীর প্রায় অর্ধেক কফি উৎপন্ন হয় কোথায়?
উত্তরঃ ব্রাজিলে

৩।এশিয়ার অপহরণের দেশ বলা হয় কাকে?
উত্তরঃ ফিলিপাইন

৪।আফ্রিকার সিং বলা হয় কাকে?
উত্তরঃ ইথিওপিয়া

৫।ইউরোপের বুট বলা হয় কোন দেশকে?
উত্তরঃ ইতালি

৬।বিশ্বে সর্ব প্রথম লোগো প্রস্তুত হয় কোন দেশে?
উত্তরঃ ডেনমার্ক

৭।গনতন্ত্রের আঁতুড়ঘর বলা হয় কোন দেশকে?
উত্তরঃ গ্রিস

৮।ভেনিস অফ দ্যা নর্থ বলা হয় কাকে?
উত্তরঃসুইডেনের রাজধানী স্টকহোমকে

৯।পৃথিবীর প্রথম কল্যান ট্রাস্ট কোনটি?
উত্তরঃ সুইডেন

১০।পূর্বে কোন দেশটি ব্রহ্মদেশ নামে পরিচিত ছিল?
উত্তরঃমায়ানমার

১১।মধ্য এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে খ্যাত রাষ্ট্র কোনটি?
উত্তরঃ কিরগিজস্তান

১২।মধ্য এশিয়ার সর্ব বৃহৎ প্রজাতন্ত্র কোনটি?
উত্তরঃ কাজাখস্তান

১৩।বিশ্বের সর্ব বৃহৎ সাহায্য দাতা দেশ কোনটি?
উত্তরঃ জাপান

১৪।বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নাই?
উত্তরঃ ইসরাইল

১৫।পূর্বে শ্যাম দেশ নামে পরিচিত ছিল কোন দেশ?
উত্তরঃ থাইল্যান্ড

১৬।বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষার নাম কি?

উত্তরঃ হিব্রু ভাষা।বর্তমানে এটি ইসরাইলের রাষ্ট্রভাষা

১৭।বিশ্বের সবচেয়ে জাতিবহুল দেশ কোনটি?

উত্তরঃ ভারত

১৮।বেলারুশের রাজধানীর নাম কি?

উত্তরঃমিনস্ক

১৯।সাবেক সোভিয়েত ইউনিয়ঙ্কে ভেঙ্গে কয়টি রাষ্ট্রে পরিনত করা হয়েছিল?

উত্তরঃ ৬ টি

২০।পপি উৎপাদনকারী দেশ মায়ানমার,থায়ল্যান্ড ও লাওস কি নামে পরিচিত?

উত্তরঃ গোল্ডেন ট্রায়াঙ্গেল

২১।কিরিবাতি দেশটি কোণ মহাদেশে অবস্থিত?

উত্তরঃ ওশেনিয়া

২২।ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত?

উত্তরঃ ইউরোপ

২৩।আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তরঃ ভ্যাটিকান সিটি

২৪।বছরে নয় মাস বরফে আচ্ছন্ন থাকে এশিয়ার কোন উপকূল?

উত্তরঃ উত্তর

২৫।বিশ্বের কতভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে?

উত্তরঃ ৬০ ভাগ

২৬। এশিয়ার বৃহত্তম নদী কোনটি?

উত্তরঃ ইয়াংসিকিয়াং

২৭।মরিশাস কোন মহাদেশে অবস্থিত?

উত্তরঃ আফ্রিকা

২৮। বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় কোন মহাদেশকে?

উত্তরঃ আফ্রিকা

২৯।হন্ডুরাস দেশটি কোথায় অবস্থিত?

উত্তরঃমধ্য আমেরিকায়

৩০।চির বসন্তের নগরি হিসেবে খ্যাত ‘কিটো’ কোন মহাদেশে অবস্থিত?

উত্তরঃ দক্ষিন আমেরিকা

৩১।আফগানিস্তান,পাকিস্তান আর ইরানের মধ্যে অবস্থিত আফিম উৎপাদনকারি দেশ সমূহ কি নামে পরিচিত?

উত্তরঃ গোল্ডেন ক্রিসেন্ট

৩২।ইস্ট এশিয়ান মিরাকল বলতে কয়টি দেশকে বোঝায়?

উত্তরঃ ৮ টি

৩৩। কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত?

উত্তরঃ ১৮ টি

৩৪। মাদকদ্রব্য ও চোরাচালানের জন্য সবচেয়ে আলোচিত ল্যাটিন আমেরিকার কোন দেশ?

উত্তরঃ কলম্বিয়া

৩৫।কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ত স্টেটস কত সালে গঠিত হয়?

উত্তরঃ১৯৯১ সালে

৩৬।কুইল্যান্দ কোন মহাদেশে অবস্থিত?

উত্তরঃ ওশেনিয়া

৩৭।এলিস দ্বিপপুঞ্জের বর্তমান নাম কি?

উত্তরঃ টুভ্যালু

৩৮।বিশ্বের কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার পায়?

উত্তরঃ নিউজিল্যান্ড

৩৯।মাইক্রোনেশিয়ার কোন দেশটি শিলামুদ্রার দেশ হিসেবে খ্যাত?

উত্তরঃ ইয়াপ

৪০।ফিজির অধিকাংশ জনগণ কোন দেশের অন্তর্ভুক্ত?

উত্তরঃ ভারত

৪১।কোন দেশে ভোট প্রদান বাধ্যতামূলক?

উত্তরঃ অস্ট্রেলিয়া

৪২।ভানুয়াতুর মুদ্রার নাম কি?

উত্তরঃ ভাতু

৪৩।টোঙ্গার রাজধানির নাম কি?

উত্তরঃ নকুয়ালোফা

৪৪।গ্রেট বেরিয়ার রীফ কোন দেশের অন্তর্ভুক্ত?

উত্তরঃ অস্ট্রেলিয়া

৪৫।পার্থ শহরটি কোন দেশের?

উত্তরঃ অস্ট্রেলিয়া

৪৬। কুইন্সল্যান্ড প্রদেশটি কোন দেশে অবস্থিত?

উত্তরঃ অস্ট্রেলিয়া

৪৭।অকল্যান্ড কোন দেশের বিখ্যাত দ্বীপ?

উত্তরঃ নিউজিল্যান্ড

৪৮।নিউজিল্যান্ডের আদি অধিবাসীদের নাম কি?

উত্তরঃ কিউই

৪৯।ফিজির অবস্থান কোন সাগরে?

উত্তরঃ প্রশান্ত মহাসাগর

৫০।বিশ্বের বৃহত্তম প্রবাল পাচীরের নাম কি?

উত্তরঃ গ্রেট ব্যরিয়ার রিফ

 

 

এইরকম আরো জিকে, জেনারেল নলেজ বা সাধারন জ্ঞান পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

Monday, 20 May 2019

May 20, 2019

সাধারণ জ্ঞান। চাকরির পরীক্ষা ,ভর্তি পরীক্ষা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি (২)

ঝালাই করুন আপনার সাধারন জ্ঞান (২)





সাধারন জ্ঞান অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা আমাদের চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেক পরীক্ষাতে তো লাগেই পাশাপাশি বাস্তব জীবনে অনেক কাজেও লাগে এই সাধারণ জ্ঞান। তাই ঠিক করেছি এখন থেকে নিয়মিত বেশ কিছু সাধারণ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই চলুন শুরু করা যাক।



চাকরির প্রস্তুতি,সাধারণ জ্ঞান,দুদকের প্রশ্ন সমাধান,চাকরির পরীক্ষা,দুদকের প্রশ্ন,ইংরেজি প্রশ্ন,সরকারি চাকরির প্রস্তুতি,চাকুরীর পরীক্ষা,চাকরির নিয়োগ,চাকরি পরীক্ষা
www.rohossojal.com


১।বিজ্ঞানীদের আবিষ্কৃত পৃথিবী সদৃশ গ্রহের নাম কি
?
উত্তরঃ কেপলার-৭৮ বি

২।বিশ্বের সবচেয়ে প্রাচীনতম মন্দির কোনটি?
উত্তরঃ "স্বয়ম্ভুনাথ মন্দির" এটি নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।

৩।রোহিংগারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হন কত সালে?
উত্তরঃ ১৯৮২ সালে। মিয়ানমারের নাগরিকত্ব আইনের মাধ্যমে।

৪।কোন দেশ ২০১৯ সালের মধ্যে মহাকাশে সামরিক বাহিনি পাঠানোর ঘোষনা দেয়?
উত্তরঃ জাপান

৫।সার্কভুক্ত দেশ গুলোর মধ্যে সর্বাধিক জন্মহার কোন দেশে?
উত্তরঃ আফগানিস্তান

৬। সার্কভুক্ত দেশ গুলোর মধ্যে সর্বানিম্ন জন্মহার কোন দেশে?
উত্তরঃ শ্রীলঙ্কা

৭।২০১৭ এর রিপোর্ট অনুযায়ী সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তরঃ নরওয়ে

৮।২০১৭ এর রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি গনমাধ্যমের স্বাধীনতা রয়েছে কোন দেশের?
উত্তরঃ নরওয়ে

৯।সামরিক শক্তি সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?
উত্তরঃ গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)

১০।পৃথিবীর অপর নাম কী?
উত্তরঃ বিশ্ব বা নীলগ্রহ

১১।পৃথিবীর আনুমানিক বয়স কত?
উত্তরঃ ৪.৫৪ বিলিয়ন বা ৪৫৪ কোটি বছর

১২।পৃথিবীর সর্বাধিক জনবহুল শহরের নাম কি?
উত্তরঃ টোকিও (জাপান)

১৩।পৃথিবীর কোন দুইটি দেশ দুইটি মহাদেশে অবস্থিত?
উত্তরঃ রাশিয়া ও তুরস্ক

১৪।দুইটি মহাদেশের মধ্যে কোন শহর অবস্থিত?
উত্তরঃ ইস্তাম্বুল (তুরস্ক)

১৫। বিশ্বের প্রাচীনতম ভাষা কোনটি?
উত্তরঃ হিব্রু ভাষা

১৬।ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদের নাম কি?

উত্তরঃ এলিসি প্রাসাদ

এইরকম আরো প্রশ্ন পেতে এইখানে ক্লিক করুন

For english GK click here

১৭।কোন দেশের সৈন্যদেরে পুলু বলা হয়?

উওরঃ ফ্রান্সের সৈন্যদের

১৮।বিখ্যাত ল্যুভর জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তরঃ প্যারিস,ফ্রান্স

১৯।বাস্তিল দুর্গ কোথায় অবস্থিত?

উত্তরঃ ফ্রান্সের কারাগারে

২০। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?

উত্তরঃ নেপোলিয়ান বেনাপারটকে

২১।এলিসি প্রাসাদে কে সর্ব প্রথমক বসবাস শুরু করেন?

উত্তরঃ নেপোলিয়ান

২২।কাকে ফ্রান্সে লৌহ মানবী বলা হয়?

উত্তরঃ মিশেল আলিওমারিকে

২৩।কে ফ্রান্সের  সূর্য রাজা হিসেবে খ্যাত?

উত্তরঃ চতুর্দশ লুই

২৪।ইউরোপের সবচেয়ে ব্য্যবহুল রণতরীর নাম কি?

উত্তরঃ চার্লস দ্য গল

২৫।ইউরোপের ককপিট বলা হয় কোন দেস্কে?

উত্তরঃ বেলজিয়াম

২৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার স্টেত বলে খ্যাত দেশ কোনটি?

উত্তরঃ বেলজিয়াম

২৭।ইউরোপিয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ বেলজিয়ামে

২৮।শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়েছিল?

উত্তরঃ ইংল্যান্ডে

২৯।ইন্ডিয়া হাউস কোথায়া অবস্থিত?

উত্তরঃ লন্ডন

৩০।পান্নার দ্বীপ বলা হয় কোন দেশকে?

উত্তরঃ আয়ারল্যান্ডকে

এইরকম আরো প্রশ্ন পেতে এইখানে ক্লিক করুন

For english GK click here


৩১।আয়ারল্যান্ডের প্রথম নাম কি?

উত্তরঃ আইরিশ ফ্রি স্টেট

৩২।পটেটো দুর্ভিক্ষ হয়েছিল কোন দেশে?

উত্তরঃ আয়ারল্যান্ডে

৩৩।ইউক্রেনের প্রেসিডেন্ট প্রাসাদের নাম কি?

উত্তরঃ ম্যারিয়ানস্কাই প্যালেস

৩৪। অরেঞ্জ বিপ্লব সংগঠিত হয় কত সালে?

উত্তরঃ ২০০৪ সালে (ইউক্রেনে)

৩৫।বিশ্বের বৃহত্তম (আয়তনে) দেশ কোনটি?

উত্তরঃ রাশিয়া

৩৬।বিশ্বের সর্বাধিক সীমান্তের দেশ কোনটি?

উত্তরঃ রাশিয়া

এইরকম আরো প্রশ্ন পেতে এইখানে ক্লিক করুন

For english GK click here


৩৭।সুইজারল্যান্ডের কোন নগরি ঘড়ি শিল্পের জন্য বিখ্যাত?

উত্তরঃ জেনেভা নগরী

৩৮।নিরপেক্ষ দেশ বলা হয় কোন দেশকে?

উত্তরঃ সুইজারল্যান্ড

৩৯। কোন দেশের মন্ত্রিরা প্লাক্রমে রাষত্রপতির দায়িত্ব পালন করেন?

উত্তরঃ সুইজারল্যান্ড

৪০।পৃথিবীতে রাজপুত্র রাজ্য হিসেবে পরিচিত দেশ কোনটি?

উত্তরঃ লিচেনস্টাইন

এইরকম আরো প্রশ্ন পেতে এইখানে ক্লিক করুন

For english GK click here


৪১।বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র  জার্মান ভাষী রাষ্ট্রের নাম কি?

উত্তরঃ লিচেনস্টাইন

৪২।পূর্বে ডয়েচল্যান্ড বলা হতো কোন দেশকে?

উত্তরঃ জার্মানি

৪৩।আধুনিক জার্মানির জনকের নাম কি?

উত্তরঃ বিসমার্ক

৪৪।নাৎসি আন্দোলন প্রথম শুরু হয় কোন শহর থেকে?

উত্তরঃ মিউনিখ শহর থেকে

৪৫।প্রথম পোস্টকার্ড চালু হয় কোন দেশে?

উত্তরঃ অস্ট্রিয়া

৪৬।এডলফ হিটলারের জন্মস্থান কোথায়?

উত্তরঃ অস্ট্রিয়ায়

৪৭।পৃথিবীর শেষ পোপীয় রাষ্ট্রের নাম কি?

উত্তরঃ ভ্যাটিকান সিটি

৪৮।হোলি সি কোথায় অবস্থিত?

উত্ত্রঃ ভ্যাটিকান সিটি

৪৯।কোন দেশে সবচেয়ে জনঘনত্ব বেশি?

উত্তরঃ মোনাকো

৫০।সার্বিয়া থেকে পৃথক হওয়া সরবশেষ রাষ্ট্রের নাম কি?

উত্তরঃ কসোভো

 





LIKE OUR FACEBOOK PAGE