Breaking

Friday, 24 May 2019

ঝালাই করুন আপনার সাধারন জ্ঞান (৪)

 সাধারন জ্ঞান প্রশ্ন,  সাধারন জ্ঞান ২০২০,  সাধারন জ্ঞান কুইজ
general knowledge,general knowledge quiz,knowledge,general knowledge 2020,cdl general knowledge exam,pass cdl general knowledge,basic general knowledge,kids general knowledge quiz,general knowledge questions and answers,general,kids general knowledge,general knowledge test,hindi general knowledge,india general knowledge,general knowledge india,simple general knowledge
ভারত সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর।general knowledge,general knowledge quiz,knowledge,general knowledge 2020,cdl general knowledge exam,pass cdl general knowledge,basic general knowledge,kids general knowledge quiz,general knowledge questions and answers,general,kids general knowledge,general knowledge test,hindi general knowledge,india general knowledge,general knowledge india,simple general knowledge

 

সাধারন জ্ঞান অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা আমাদের চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেক পরীক্ষাতে তো লাগেই পাশাপাশি বাস্তব জীবনে অনেক কাজেও লাগে এই সাধারণ জ্ঞান। তাই ঠিক করেছি এখন থেকে নিয়মিত বেশ কিছু সাধারণ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন।আজকে আমরা ভারত সম্পর্কে কিছু জানব। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই চলুন শুরু করা যাক।




১। ভারতের পাঞ্জাব রাজ্যে শিখদের রাজনৈতিক দলের নাম কি?
উত্তরঃ আকালী
২।ভারত স্বাধীনতা লাভ করে কবে?
উত্তরঃ ১৫ আগস্ট ১৯৪৭
৩।জাতিবহুল ও ভাষাবহুল দেশ কোনটি?
উত্তরঃ ভারত
৪।ভারতের মোট রাজ্যের সংখ্যা কয়টি?
উত্তরঃ২৯
৫।কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৭ সালে
৬।ভারতের সর্বশেষ রাজ্য কোনটি?
উত্তরঃ তেলেঙ্গানা
৭।পৃথিবীর সবচেয়ে  বৃষ্টি বহুল স্থান কোথায়?
উত্তরঃ মৌসিনরাম ( ভারতের মেঘালয়ে)
৮।ভারতের জাতীয় ফুলের নাম কি?
উত্তরঃ পদ্ম
৯।ভারতের কেন্দ্র শাসিত রাজ্য কয়টি?
উত্তরঃ ৭টি
১০।ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?
উত্তরঃ মুম্বাই
১১।ভারতের বৃহত্তম শহরের নাম কি?
উত্তরঃ কলকাতা
১২।ভারতের লোকসভার প্রথম নারী স্পিকারের নাম কি?
উত্তরঃ মীরা কুমার
১৩।ভারতের জাতীর জনক কে?
উত্তরঃ মহাত্মা গান্ধী
১৪।ভারতের প্রজাতন্ত্র ঘোষিত হয় কবে?
উত্তরঃ২৬ জানুয়ারি ১৯৫০ সালে
১৫।ভারত প্রথম পারমানবিক বিস্ফোরণ ঘটায় কোথায়?
উত্তরঃ রাজস্থানের পোখরানে
১৬।ভারত কবে পারমানবিক বিস্ফোরণ ঘটায়?
উত্তরঃ ১৮ মে ১৯৭৪ সালে
১৭।ভারতের সরকারি বাসভবনের নাম কি?
উত্তরঃ নিরাপদ ভবন/পঞ্চবটি
১৮। বর্তমান বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল কোন দেশের?
উত্তরঃ ভারতের বিজেপি
১৯।কোন দেশের জাতির জনক কখোনো প্রধানমন্ত্রী হননি?
উত্তরঃ ভারতের মহাত্মা গান্ধী
২০। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি?
উত্তরঃ রাজ্যসভা

২১। ভারতের সাংবিধানিক ভাষা কয়টি?

উত্তরঃ২২টি। তবে ২০০ এর অধিক ভাষা প্রচলিত।

২২।গ্যাংটক কোথায় অবস্থিত?

উত্তরঃভারতের সিকিম রাজ্যে।

২৩।ভারতের বৃহত্তম শহর কোনটি?

উত্তরঃকলকাতা

২৪।রাজপ্রাসাদের শহর বলা হয় কোন শহরকে?

উত্তরঃকলকাতা

২৫।হিমালয় উদ্যান বলা হয় কোন জায়গাকে?

উত্তরঃ ভারতের সিকিম রাজ্যকে

২৬।মাদার তেরেসা কবে কলকাতায় আসেন?

উত্তরঃ১৯২৮ সালে

২৭।ভারতের কোন প্রদেশকে চীন তাদের একাংশ বলে দাবি করে?

উত্তরঃ অরুণাচল

২৮।চীন-ভারত সীমান্ত যুদ্ধ হয় কত সালে?

উত্তরঃ১৯৬২ সালে

২৯।২৮।চীন-ভারত সীমান্ত যুদ্ধ কোথায় হয়?

উত্তরঃ লাদাখে

৩০।জাতিসংঘের প্রথম নারী সভানেত্রী কে?

উত্তরঃভারতের বিজয়লক্ষী পন্ডীত।

৩১।ভারতের দীর্ঘতম নদী কোনটি?

উত্তরঃগঙ্গা

৩২।ভারতের কোন শহরকে প্রবেশ দ্বার বলা হয়?

উত্তরঃমুম্বাই

৩৩।মালাবর হিল কোথায় অবস্থিত?

উত্তরঃ মুম্বাই

৩৪।সিয়াচেন হিম্বাহ কোথায় অবস্থিত?

উত্তরঃকাশ্মীর

৩৫।আকসাই চীন মহাসড়ক অবস্থিত কোথায়?

উত্তরঃকাশ্মিরে

৩৬।ভারতের রাজ্যগুলোর পার্লামেন্ট নাম কি?

উত্তরঃবিধান সভা

৩৭।ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতির নাম কি?

উত্তরঃড. জাকির হোসেন (৩য় রাষ্ট্রপতি)

৩৮।ভারতের তৃতীয় মুসলিম রাষ্ট্রপতি কে?

উত্তরঃ এপিজে আবদুল কালাম

৩৯।এপিজে আবদুল কালামের উপাধি কি ছিল?

উত্তরঃ মিসাইল ম্যান

৪০।এপিজে আবদুল কালাম পেশায় কিছিলেন?

উত্তরঃ পরমাণু বিজ্ঞানী

৪১।ভারতে এ পর্যন্ত নারী মুখ্যমন্ত্রী হয়েছেন কতজন?

উত্তরঃ ১৬ জন

৪২। ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃউত্তরপ্রদেশের সুচেতা কৃপালানি

৪৩।ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ জহরলাল নেহেরু

৪৪।ভারতের প্রথম নারী প্রেসিডেন্ট কে ছিলেন?

উত্তরঃপ্রতিভা পাতিল

৪৫।ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তরঃ প্রণব মুখোপাধ্যায়

৪৬।ভারতের প্রজাতন্ত্র ঘোষিত হয় কবে?

উত্তরঃ১৯৫০ সালে

৪৭।৭ সিস্টার কোন দেশে অবস্থিত?

উত্তরঃ ভারতে

৪৮।তাজমহল কোন শতাব্দিতে তৈরি হয়?

উত্তরঃসপ্তদশ

৪৯।ভারতের কমান্ডো বাহিনির নাম কি?

উত্তরঃ ব্লাক ক্যাট

৫০।টাইগার হিল কোথায় অবস্থিত?

উত্তরঃ দার্জিলিং 



No comments:

Post a Comment

LIKE OUR FACEBOOK PAGE