আমার লিখা কিছু কবিতা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের।
পোড়া গন্ধে ভরপুর।
আগুনের লেলিহান শিখা করেছে দগ্ধ
কেড়েছে কারো প্রাণ
হয়েছে অনাথ অনেক শিশু গিয়েছে কারো সন্তান
ফেব্রুয়ারিতে গিয়েছিল রফিক,সালাম,বরকতের প্রাণ
করতে গিয়ে মায়ের ভাষার অধিকার অর্জন
কে জানতো!
১৯ হবে আগুনের লেলিহানে রক্তাত্ত
কেড়ে নেবে প্রাণ ছিয়াত্তর শরীরের
বইয়ে দিবে অশ্রু স্রোতের
কেউবা ছিল মায়ের কুসুমে আসবে বলে পৃথিবীতে
কেউবা পারলোনা প্রিয়জনকে ছেড়ে যেতে
কেউ হয়েছে সর্বহারা,কারো গিয়েছে প্রিয় ভাই
কে বুঝবে প্রিয়জন হারানোর দায়!
আগেও নিয়েছে অনেক প্রাণ,আগুনের এই লেলিহান
হবে না কি? এর সুষ্ঠ সমধান!
আগুনের শিখা বহুবার করেছে উত্তপ্ত
নাকি ফেব্রুয়ারিই রক্তাত্ত!
#২।নির্জীব এই শহরের শুষ্ক তলায়
রেখেছি চরণ গড়িব বলে সুখের আলয়
হয়তো বা পারিব হয়তো বা পারিব না
প্রকৃিতি মায়ের মধুর ছোঁয়া যে ভুলিতে পারিনা
মনে পড়ে সেই কলাবতীর ঘাট আর হড়মের মাঠ
মনে পড়ে সেই বিলের তলার নৌকা,শাপলা ছিল তার সাথ
ছিল ঝিলের লতা আর কচুরির ফুল
আরো ছিল মন জুড়ানো কিচির-মিচির পক্ষীকুল
সবই আজ হ্রদয় কোণে স্মৃতি হয়ে আছে
মন হয়েছে আকুল ফিরে পেতে সব কাছে
যখন পাছিনু কাছে তখন করেছি হেলা
আজ বুঝিনু মায়ের আঁচলের তলে কী যে স্নিগ্ধ মায়া
জানি নাই কোনো লাভ মনে এসব উঠে
আবার তো সেই ছুটতে হবে শুষ্ক শহরের পথে
সময় যে হলো অনেক আবার
তাল মিলাতে হবে যেতে স্বপ্নের দ্বার
#৩।শুষ্ক এ মনের কিনার হতে কেন জানি মনে রঙ লেগেছে
কেন জানি এই হ্রদয় হঠাৎই রঙ্গিন আলোর ঝলকানির পেছনে ছুটছে
মনে হয় হ্রদয়ে বসন্তের রঙ লেগেছে
কিন্তু! এখনো কী আছে সেই বসন্ত?
যখন নতুন পত্রের ছোঁয়ায় কোকিল ডাকিত কুহূ
ফুটিত রঙ-বেরঙের হ্রদয়হরা পুষ্প।
নাকি পুরোটাই আজ রাক্ষসের গোগ্রাসে নিশিহ্ন
নাকি বাকি আছে কিছু লেশ!
যার আভায় এই মন আজ উচ্ছলিত
#৪।আজ নিশী রাতে একলা ঘরে হ্রদয় কোণে
স্মৃতিতে জাগিছে তোমারি চেতনা
এ হ্রদয় যেন বুঝছেইনা
তুমি আর তার হবে না
হ্রদয়ে আজ জাগিছে জিজ্ঞাসা
কেন এসেছিলে অধম হ্রদয় প্রাচীরে
কেনই বা জড়িয়েছিলে গায়ে ভালোলাগার নিল শাড়ি আর লাল টিপ
জানি এই প্রশ্নগুলি আজ ফাঁকা বুলি
কিন্তু মন যে তা বোঝেনা
আজও এই হ্রদয় বলে
তুমি কি কখোনোই আমার ছিলে না!!
#৫।আজ ফাগুন হাওয়ায় বসন্ত এসেছে যে ধরায়,
আজ এই মন তোমায় শুধু ভালোবাসতে চায়।
আজ বসন্তের আঙিনায়,ফাগুনের দোলায়
কৃষ্ণচূড়াও যে তোমায় চায়।
পুঞ্জিত আম্রমুকুল আর কুহু কুহু কোকিল
তোমারই অপেক্ষায়।
তুমি কি আসবে!
লাগাতে গায়ে ফাগুনের দোলা।
হারিয়ে যেতে ঋতুরাজের সৌন্দর্যের ঝলকে।
নাকি এবারও করবে হতাশ..........
#৬। হে কবিগুরু!!
বাংলা সাহিত্যে রেখেছ তুমি অনন্য অবদান
রচেছ হাজারও মানুষের জীবনের গান
রচেছ প্রেমের কবিতা
যা তোমাকে করেছে চির জয়িতা
আজকের দিনে তুমি জন্মেছিলে
তাইতো আমরা রয়েছি তোমার অপেক্ষায়
যদি ফিরে পায় তোমায়
জানি এ আশা মিথ্যে;
জানি তুমি ফিরবেনা
কিন্তু এ সাহিত্য তোমায় ছাড়া যায়না
তাইতো আমরা রয়েছি অধীর অপেক্ষায়
যদি ফিরে পায় তোমার মতো বিস্ময়
বৈশাখ তোমায় বরণ করব বলে
গাথছি শব্দ চৈত্র সংক্রান্তিতে
বৈশাখ তোমায় বরণ করব বলে
আঁকছি আলপনা শহরের রাজপথে
বৈশাখ তোমার উন্মাদনায়,মুছে দিতে সব গ্লানি
বারিধারাও আজ ঝরছে নির্ঝর জানাতে শুভেচ্ছাখানি
পথ প্রান্তরে চারিদিকে আজ উৎসব রব রব
মহাড়ম্বরে প্রস্তুতি তার বৃদ্ধ-জোয়ানের সব
বৈশাখ তোমার ছোঁয়ায় জাগে শিহরণ
রাত পোহালেই শোভাযাত্রা আর ছায়ানটে হবে গান
বৈশাখ তোমায় সামনে রেখে সেজেছে গঞ্জ-শহর
বাদ যায়নি বৃদ্ধ,যুবা,কিশোরি-কিশোর
বৈশাখ তুমি বাঙ্গালীর উৎসব ,রয়েছ বাঙ্গালীর প্রাণে
তাইতো আজ নিবিড় আয়োজোন তোমার আগমনে
No comments:
Post a Comment